শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

খেলা

জাপানকে প্রথম স্বর্ণ এনে দিলেন তাকাতো

ক্রীড়া ডেস্ক জুলাই ২৪, ২০২১, ১৯:৫৯:৪৫

508
  • ছবি: ইন্টারনেট

নাওহিসা তাকাতোর হাত ধরে টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতল  জাপান। শনিবার জুডোতে পুরুষ ৬০ কেজি ওজনশ্রেণির ফাইনালে তাইওয়ানের ইয়াং ইউং-উয়েইকে হারিয়ে স্বর্ণ জিতেছেন নাওহিসা তাকাতো। এই লড়াইয়ে ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের ইয়েলদস স্মেতোভ ও ফ্রান্সের লুকা এমখাইদজে।

জুডোতে পুরুষ ৬০ কেজি ওজনশ্রেণিতে এরআগে ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তাকাতো। তখন থেকেই সোনা  জয়ের স্বপ্ন দেখতেন জাপানের এ ক্রীড়াবিদ। অলিম্পিকস ডটকমের প্রতিবেদন অনুযায়ী টোকিও অলিম্পিকে যোগদানের আগে সাংবাদিকদের তাকাতো বলেছিলেন, ‘গত পাঁচ বছর ধরে আমি ব্রোঞ্জ পদকপ্রাপ্ত হয়ে জীবন কাটাচ্ছিলাম। কিন্তু আমি অনুভব করেছি যে আমার এবং স্বর্ণপদকের মধ্যে দুরুত্ব ছিল।’

শনিবার স্বর্ণ জয়ের পর তাকাতোবলেন, ‘আমি মনে করি, এই ফলাফলটি সবার সহযোগিতায় অর্জিত হয়েছে। আমি সত্যিই আনন্দিত যে আমি এই ফলটি অর্জন করতে পেরেছি। আমাকে সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন