বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ , ১৭ জুমাদিউল আউয়াল ১৪৪৫

অন্যান্য
  >
বিশ্বকাপ

সাকিব,না অন্য কেউ

শামীম চৌধুরী, লর্ডস ( লন্ডন) থেকে ১৪ জুলাই , ২০১৯, ০৩:১৭:৫৫

  • সাকিব,না অন্য কেউ

সেমিফাইনালে উঠতে পারেনি, এমন কোন দলের সেরা পারফরমার কি পেয়েছেন বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টূর্নামেন্টের পুরস্কার ? এর উত্তর ‌না'। এই অতীতটা কি রবিবার মূখ্য হবে ? না আসর সেরা পারফরমারের হাতে উঠবে বিশ্বকাপ সেরা'র পুরস্কার ? এটাই প্রশ্ন। 

সেমিফাইনালে বাংলাদেশ উঠতে পারেনি। তার জন্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফির একটু বেশিই দু:খ প্রকাশ করেছেন সাকিবকে।সাকিবের মতো পারফরমার যে দলে, সে দল কেন খেলবে না সেমিফাইনালে ? এ প্রশ্ন ভারত মিডিয়ারও। ১৯৯২ থেকে  বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টূর্নামেন্ট প্রবর্তন করেছে আইসিসি। 

বিশ্বকাপের ইতিহাস বলছে,১৯৯২ থেকে ২০১৫-এই ৭টি আসরে টূর্নামেন্ট সেরা হয়েছেন যে ৭ ক্রিকেটার-তাদের মধ্যে ৪ জন ( ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলংকার জয়সুরিয়া, ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, ২০১১ বিশ্বকাপে ভারতের যুবরাজ সিং, ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক)  ট্রফি জয়ী দলের সদস্য।১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো, ১৯৯৯ বিশ্বকাপে সেমিফাইনালিস্ট দ.আফ্রিকার অল রাউন্ডার ল্যান্স ক্লুজনার এবং ২০০৩ বিশ্বকাপের ফাইনালিস্ট ভারত লিজেন্ডারি শচিন টেন্ডুলকার পেয়েছেন এই সম্মান। 

এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। সাকিব একা টেনেছেন বাংলাদেশ দলকে। বাংলাদেশ যে তিনটি ম্যাচ জিতেছে, তিনটিতেই সাকিব ম্যান অব দ্য ম্যাচ। বিশ্বকাপের এক আসরে ৪'শ রানের পাশে ১০ উইকেটের রেকর্ড নেই। সেখানে সাকিব এই আসরে ৬০৬ রানের পাশে ১১ উইকেট পেয়েছেন।    

আইসিসি তাদের চলতি বিশ্বকাপের ক্রিকেটারদের ফ্যান্টাসি পয়েন্ট উল্লেখ করেছে। যেখানে সবার চেয়ে এগিয়ে সাকিব। তার পয়েন্ট ৫১৯। ফাইনালে উঠেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সেরা ৫ এ আছেন কেবল ইংল্যান্ডের জো রুট। তার পয়েন্ট ৪০৬.৫। ব্যবধান ১১২.৫। কিন্তু তারপরও কি অন্য কাউকে বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টূর্নামেন্ট হিসেবে মনোনয়নে ভাবছে আইসিসি ? 

তাহলে সাকিবের প্রতিদ্বন্দ্বী কে ? বিশ্বকাপের এক আসরে রেকর্ড ৫টি সেঞ্চুরির মালিক ভারতের রোহিত শর্মা ( ৬৩৯ রান), অস্ট্রেলিয়ার ম্যাচ উইনার ডেভিড ওয়ার্নার ( ৬৪৭ রান), এর পাশে বিবেচনায় আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ( ৯ ম্যাচে ৫৪৮ রান),ইংল্যান্ড টপ অর্ডার  জো রুট ( ৫৪৯ রান), পেস অল রাউন্ডার বেন স্ট্রোকস ( ৩৮১ রান ও ৭ উইকেট),  নিউজিল্যান্ড  পেস বোলার ফার্গুসন (১৮ উইকেট) এবং ইংল্যান্ডের পেস বোলার জোফরা আরচ্যার ( ১৭ উইকেট)।

ফাইনালের পারফরমেন্স দেখে আসর সেরা ক্রিকেটার মনোনয়ন করতে চাইলে এরা আসবেন বিবেচনায়। তা না হলে সাকিবের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন নিউাজল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কারন, কোন ম্যাচে ৩'শ না করেও নিউজিল্যান্ড ফাইনালে, কেন উইলিয়ামসনের দারুন ক্যাপ্টেনসিতে। অধিনায়কের দায়িত্ব লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-এর যথার্থ দৃস্টান্তও তিনি। 

প্রথম পর্বে থেমে গেছে বাংলাদেশ। ৮ম হয়ে ফিরেছে বাংলাদেশে। তারপরও টূর্নামেন্ট সমাপ্তি পর্যন্ত সাকিব আছেন আলোচনায়-এটাই বা কম কিসের ?  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন