বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ , ১৭ জুমাদিউল আউয়াল ১৪৪৫

অন্যান্য
  >
বিশ্বকাপ

রিজার্ভ ডে’ তে গড়াল ভারত-নিউজিল্যান্ড সেমি-ফাইনাল

ক্রীড়া ডেস্ক ৯ জুলাই , ২০১৯, ২৩:৪৬:৪৩

  • ছবি: ক্রিকইনফো

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ডের মধ্যেকার প্রথম সেমিফাইনাল ম্যাচ শেষ হতে দেয়নি বৃষ্টি। যে কারণে এ ম্যাচটি গড়াল রিজার্ভ ডে’তে। 

কিউই ইনিংসের শেষ দিকে অর্থাৎ ৪৬.১ ওভারের সময় ম্যানচেস্টারে নেমে আসে বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ হয়। একাধিকবার চেষ্টা করেও আর তা শুরু করতে পারেনি ম্যাচ অফিসিয়ালরা। মঙ্গলবার বৃষ্টিতে ঠিক যেখানে খেলা থেমেছে, সেখান থেকেই রিজার্ভ ডেতে বাংলাদেশ সময় বুধবার বিকাল ৩.৩০ মিনিটে খেলা শুরু হবে। অর্থাৎ নিউজিল্যান্ড তাদের ইনিংসের বাকি ৩.৫ ওভার ব্যাট করবে। তারপর ভারতের ইনিংসের শুরু হবে। 

মঙ্গলবার পুরো ম্যাচ না হলেও অন্তত ২০ ওভার করার চিন্তাও ছিল ম্যাচ অফিসিয়ালদের। সেজন্য কাটঅফ সময় নির্ধারণ করা ছিলো ম্যানচেষ্টার সময় রাত ৮টা ৩৫ মিনিট পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। যে কারণে ম্যাচটি গড়াল রিজার্ভ ডে তে । 

বৃষ্টি পুরোপুরি অবশ্য থেমেছিল স্থানীয় সময় সাড়ে পাঁচটায়। আম্পায়ারাও মাঠ পর্যবেক্ষণে বের হয়েছিলেণ। পরে দ্বিতীয়বারের মতো মাঠ পর্যবেক্ষনের জন্য সময় ঠিকও তারা করেন স্থানীয় সময় ৬টা ১০ মিনিটে। কিন্তু দ্বিতীয়দফা পর্যবেক্ষনে নামার আগেই ফের ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি নামে। তাই অনেকটা বাধ্য হয়েই আম্পায়াররা এই ম্যাচ রিজার্ভ ডে’ তে নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন। 

রিজার্ভ ডে’ তে যদি নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা না যায়, তাহলে অন্তত এই ম্যাচটি যাতে ২০ ওভারের করা যায়- সেই নিয়ম পালন করবেন আম্পায়ারা। যদি তাই হয় তাহলে ভারতের জিততে লক্ষ্যমাত্রা দাঁড়াবে ১৪৮ রান। 

বুধবারও ম্যানচেস্টারের আবহাওয়া দিচ্ছে না কোন সুখবর। বৃষ্টির আশঙ্কা থাকছেই। যদি বৃষ্টিতে রিজার্ভ ডে’ তে খেলা না হয় তাহলে গ্রুপ পর্যায়ে বেশি পয়েন্ট থাকার সুবিধায় ভারত বিশ্বকাপের ফাইনালে নাম লেখাবে।

এর আগে মঙ্গলবার ফাইনালে উঠার লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু তার সিদ্ধান্ত শুরু থেকেই সঠিক প্রমাণ করতে পারেননি ব্যাটসম্যানরা। ম্যাচের তৃতীয় ওভারে স্কোরবোর্ডে রান যখন মাত্র ১, তখন ১৪ বল খেলা ওপেনার মার্টিন গাপটিলকে ফেরান জসপ্রিত বুমরাহ। ৫১ বল খেলা হেনরি নিকোলসের ব্যাট থেকে আসে মাত্র ২৮ রান। তবে তিনি দীর্ঘক্ষণ সঙ্গ দিয়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসনকে। নিকোলসের বিদায়ের পর অভিজ্ঞ রস টেইলরকে নিয়েও রানের চাকায় গতি আনতে পারেননি উইলিয়ামসন। দারুণ ফর্মে থাকা উইলিয়ামসন জুজবেন্দ্র চাহালের শিকার হওয়ার আগে ৯৫ বলে করেন ৬৭ রান।

বুমরাহ-ভুবনেশ্বরদের শুরুর দাপটটা ধরে রাখতে সক্ষম হন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারাও। শেষ দিকে এসে ব্যাটসম্যানরা দ্রুত রান তোলার চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোমরা। সে সময় ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান করে নিউজিল্যান্ড। এরপরই তো শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত মঙ্গলবার আর ম্যাচ গড়াতেই পারেনি। ভারত-নিউজিল্যান্ডের ভাগ্য নির্ধারণে এখন ভরসা রিজার্ভ ডে-এর খেলা। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন