মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

অন্যান্য
  >
বিশ্বকাপ

এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে যেসব রেকর্ড হয়েছে...

ক্রীড়া ডেস্ক ৯ জুলাই , ২০১৯, ১১:৪০:০৮

  • - ছবি: ক্রিকইনফো

দুই দিন আগেই দ্বাদশ বিশ্বকাপের প্রথম পর্ব শেষ হয়েছে। সেখানে অংশ নেয়া ১০টি দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফাইনালে উঠার লড়াই। তার আগে এক নজরে দেখে নেয় এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কি কি রেকর্ড হয়েছে.....
 
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত যত রেকর্ড

সবচেয়ে বেশি ছয় : আফগানিস্তানের বিপক্ষে ইংলিশ ব্যাটসম্যানরা মেরেছেন ২৫টি ছক্কা।
 
সবচেয়ে ব্যক্তিগত বেশি ছয় : আফগানিস্তানের বিপক্ষে ১৭টি ছক্কা মেরেছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি:  রোহিত শর্মার (৫)। ওয়ানডে রেকর্ডও এটি।

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস:  শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন সাকিব আল হাসান (৭)। ওয়ানডে রেকর্ডও এটি।

এক বিশ্বকাপে ৫০০ রান ও ১০ উইকেট:  প্রথম খেলোয়াড় হিসেবে যা করেছেন সাকিব আল হাসানের।

বিশ্বকাপে টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস:  স্টিভ স্মিথের পাশে বসেছেন বিরাট কোহলি (৫ ইনিংস)।

বিশ্বকাপে টানা ৪ উইকেট নেওয়ার রেকর্ড: পাকিস্তানের শহীদ আফ্রিদির পাশে বসেছেন ভারতের মোহাম্মদ শামি (৩ ম্যাচ)।

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট: ২৪ উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রার পাশে বসেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড : ইংল্যান্ডের বিপক্ষে আফগান লেগ স্পিনার রশিদ খান ৯ ওভারে দিয়েছেন ১১০ রান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন