বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

অন্যান্য
  >
বিশ্বকাপ

ভারতের বোলিং নিয়ে চিন্তিত নন মোসাদ্দেক

শামীম চৌধুরী, বার্মিংহাম থেকে ২৯ জুন , ২০১৯, ২৩:১৩:২৩

  • ভারতের বোলিং নিয়ে চিন্তিত নন মোসাদ্দেক

চলমান বিশ্বকাপে ভারত পেস বোলাররা ছড়াচ্ছে ভয়ংকর রূপ। গত ৬ ম্যাচে ( বৃষ্টির কারনে হবে ৫ ম্যাচ) ভারতের বোলিং ইউনিট শিকার করেছে ৪৩টি উইকেট। যার মধ্যে পেসারদের শিকার সংখ্যা ২৯ উইকেট।

পর পর ২ ম্যাচে নামতা গুনে ৪টি করে উইকেট শিকার করেছেন ভারতের পেস বোলার মোহাম্মদ সামী। করেছেন হ্যাটট্রিকও। উইকেট পিছু তার গড় মাত্র ৭.০০। রান খরচা করেছেন ওভারপ্রতি মাত্র ৩.৪৬।  ভারতের ২ স্পিনার চাহাল এবং কুলদীপ যাদবের শিকার সেখানে ১৪ উইকেট।

এমন এক দলের বোলিং শক্তিকে সমীহ করেছেন সৌম্য সরকার। তবে ভারতের বোলিংশক্তি নিয়ে চিন্তার কিছুই দেখছেন না বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যান কাম অফ স্পিনার মোসাদ্দেক-‌ 'অবশ্যই ভারত শক্ত প্রতিপক্ষ।তবে আমরা টুর্নামেন্টের এমন একটা পর্যায়ে আছি, যেখানে আমার মনে হয় না আমরা ইন্ডিয়া কিংবা অন্য কোনো দলের বোলিং নিয়ে চিন্তা করার কিছু আছে।'

এজবাস্টনের উইকেটে আগেও খেলেছেন মোসাদ্দেক। এই বিশ্বকাপে এজবাস্টনে হয়ে যাওয়া ম্যাচ দু'টি সম্পর্কেও নিয়েছেন ধারনা মোসাদ্দেক। এজবাস্টনের উইকেট হবে ব্যাটিং ফ্রেন্ডলি, এমনটাই ধারনা করছেন মোসাদ্দেক। এই উইকেটে করনীয় নির্ধারনও করেছেন তিনি-‌উইকেট ব্যাটসম্যানদের জন্য হেল্পফুল হতে পারে।  মুভমেন্ট।  যদি আগে ফিল্ডিং করি প্রথম ১০ ওভারে ২-৩ উইকেট বের করার চেষ্টা করবো।'

ভারতের লেগ স্পিনার চাহাল ইতোমধ্যে ৫ ইনিংসে ১০ উইকেট শিকারে দেখিয়েছেন তার সক্ষমতা। এই লেগ স্পিনারকে অবশ্য সমীহ করতে হচ্ছে মোসাদ্দেকের-‌ 'যে স্পিনাররা এখন ভালো করেছে তারা সবাই কিন্তু রিস্ট স্পিনার। তাদেরকে যেখানে দিবেন,  সেখানেই টার্ণ করাতে পারবে।'

রবিবার এজবাস্টনে ভারত-ইংল্যান্ড ম্যাচ। সেমিতে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে জিততে হবে এই ম্যাচ। ইংল্যান্ড জিতে গেলে বাংলাদেশ দলের সমীকরন মেলানোর অংকটা কঠিন হবে। তাই ইংল্যন্ডের অমঙ্গল কামনা করছেন মোসাদ্দেক-‌'ব্যাপারটা স্বার্থপরের মতো হয়ে যায়।  যেটা আমাদের জন্য লাভবান হয় আমরা তাদেরকে সাপোর্ট করবো।'

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন