মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

অন্যান্য
  >
বিশ্বকাপ

বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার জনগণকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

নিউজজি ডেস্ক ২০ ডিসেম্বর , ২০২২, ০১:০০:০১

  • বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার জনগণকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার জনগণ ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার পররাষ্টমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ড. মোমেন বলেছেন, ‘গত রাতে আর্জেন্টিনা দলের জয়ের পর বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখলে আপনি অভিভূত হবেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, ভৌগোলিক অবস্থানের দূরত্ব সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় সম্প্রীতিতে একীভূত।’

দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ড. মোমেন আরো বলেন, ‘পারস্পরিক অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করাসহ উভয় দেশে নিজেদের দূতাবাস খোলার লক্ষ্যেও আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।’

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এ নিয়ে দেশটি তিনবার ব্শ্বিকাপের ট্রফি অর্জন করল। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন