শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
বিশ্বকাপ

আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের সমর্থনের চিত্র

স্পোর্টস ডেস্ক ১৯ ডিসেম্বর , ২০২২, ২০:২০:৪৫

  • বুয়েন্স আইরিশ টাইমসের প্রতিবেদন। -সংগৃহিত

বাংলাদেশ ফুটবল সমর্থকদের বড় অংশ আর্জেন্টিনা সমর্থক, মেসি'র ভক্ত। কাতার বিশ্বকাপে বাংলাদেশ সমর্থকদের এই আর্জেন্টিনা প্রীতির কথা জেনে গেছে মেসিরা।

আকাশপথে ১৭ হাজার ২৮২ কিলোমিটার দূরের দেশটির আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালবাসায় মুগ্ধ আর্জেন্টিনার জনগন এমনকি সরকারও। ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার কথাও ভাবছে দেশটির সরকার।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি বাংলাদেশের ব্যাপকভাবে বিক্রি হয়েছে। আর্জেন্টিনার প্রতিটি খেলা বড় পর্দায় উৎসবমুখর পরিবেশে দেখেছে বাংলাদেশের মানুষ। অলি-গলি, বাসা-বাড়িতে উড়েছে আর্জেন্টিনার পতাকা, গণমাধ্যমের মাধ্যমে জেনেছে তা আর্জেন্টিনার জনগন।

রোববার রাতে আর্জেন্টিনার খেলা দেখতে হাজার হাজার মানুষের জড়ো হওয়া এবং আর্জেন্টিনার ট্রফি জয়ে রাজধানী ঢাকার সমর্থকদের উৎসবের খবর ছেপেছে আর্জেন্টিনার ইংরেজী দৈনিক বুয়েন্স আইরিশ টাইমস।

‘চান্ট অব মেসি, মেসি অ্যাজ বাংলাদেশী সেলিব্রেট আর্জেন্টিনাস ওয়াল্ড কাপ থ্রিউম্প’-এই শিরোনামে (বাংলা অর্থ বাংলাদেশীরা আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করেছে ‘মেসি, মেসি’ স্লোগান দিচ্ছে) নিউজ প্রকাশ করেছে। 

 বুয়েনস এইরেস টাইম বাংলাদেশকে ‘ক্রিকেট পাগল দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছে, দেশটির ক্রিকেট দল বিশ্বের অন্যতম সেরা। যদিও বাংলাদেশের ফুটবল সম্পর্কে তাদের মন্তব্য, ‘ফুটবলে বৈশ্বিক তালিকার তলানিতে অবস্থান বাংলাদেশের’।

বুইনস এইরেস টাইমস লিখেছে, চার বছর পরপর বিশ্বকাপ এলে বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে মেতে ওঠে।  

রোববার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা - অর্ধ পৃথিবী দূরে - একটি দেশ - এর জয় উদযাপন করতে বাংলাদেশী ফুটবল ভক্তরা ‘মেসি, মেসি’ বলে স্লোগান দিয়েছে এবং রাস্তায় আনন্দাশ্রু ঝরিয়ে নেচেছে।

শীতের রাতেও রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ চত্বর, রাস্তা এবং ফুটবল মাঠে স্থাপন করা বিশালাকার স্ক্রিনে ম্যাচটি দেখতে কয়েক হাজার মানুষ বিভিন্ন স্পটে ফাইনাল দেখেছে। তাদের অধিকাংশের গায়ে পরিহিত ছিল মেসি'র ১০ নম্বর জার্সি। 

১৮ বছর বয়সী মেসি'র ভক্ত নাফিউন রহমান জিয়ানের বক্তব্য ছেপেছে এই রিপোর্টে-'আমি জানি না কেন আমি কাঁদছি, তবে আমি তার জন্য কাঁদছি। আমার জীবনের ভালোবাসা দেখতে বছরের পর বছর অপেক্ষার শেষ হয়েছে। ছোট্ট জাদুকর, সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি উচিয়ে ধরেছেন। যা তিনি খুব চেয়েছিলেন।

পত্রিকাটি আরো বলেছে-‘১৭ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশএকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মানুষ ক্রিকেট পাগল। তাদের জাতীয় ক্রিকেট দল বিশ্বের অন্যতম সেরা। তবে তাদের ফুটবল দল বিশ্ব ফুটবলে তলানিতে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন