শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
বিশ্বকাপ

বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেল ৪৪০ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক ১৯ ডিসেম্বর , ২০২২, ১৩:৪১:২১

  • ছবি: ইন্টারনেট

৩৬ বছর পর অবশেষে রোববার বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে দলটি পেয়েছে  ১৮ ক্যারেট সোনার ট্রফির সঙ্গে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৪০ কোটি টাকা) একটি চেক।

এদিকে রানার্সআপ ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা)। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮৩ কোটি টাকা)।

শুধু চ্যাম্পিয়ন আর রানার্সআপ দলই নয় বাকি ২৯ দলও পেয়েছে আর্থিক পুরস্কার। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)। কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা) করে। শেষ ষোলো পর্বে হেরে যাওয়া আট দলের সবাই দেশে ফিরেছে ১৩ মিলিয়ন ডলার (১৩৬ কোটি টাকার কিছু বেশি) করে সঙ্গে নিয়ে। এদিকে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো ৯৪ কোটির টাকার কিছু বেশি টাকা করে পেয়েছে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন