মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

অন্যান্য
  >
বিশ্বকাপ

দেশজুড়ে আর্জেন্টিনার সমর্থকের আনন্দ মিছিল

নিউজজি ডেস্ক ১৯ ডিসেম্বর , ২০২২, ১০:৩৭:২১

  • দেশজুড়ে আর্জেন্টিনার সমর্থকের আনন্দ মিছিল

ঢাকা : কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। মেসিদের বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। আনন্দে আত্মহারা হয়ে পড়েন সবাই। দেশের বিভিন্ন স্থানে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। ফোটানো হয় আতশবাজি। 

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় যেন বাংলাদেশের ফুটবল প্রেমিদেরও জয়। টাইব্রেকারে চতুর্থ গোলের সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে পুরো বাংলাদেশের ম্যারাডোনা- মেসির সমর্থকরা। আর ফুটবল জাদুকর লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠার সাথে সাথেই সেই উল্লাস বেড়ে যায় আরও কয়েকগুণ।

হাতে আর্জেন্টিনার পতাকা, গায়ে জার্সি। জয় এবার আর্জেন্টিনার, অনেকটা নিশ্চিত হয়েই যেন বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খেলা উপভোগ করতে ভিড় করে নারী শিশুসহ নানা বয়সী মানুষ। আর স্বপ্ন পূরণের সাথে সাথেই হাজারো ফুটবলপ্রেমীর উল্লাসে কাঁপে চট্টগ্রাম। নগরীর জামাল খান, হালিশহরসহ অধিকাংশ এলাকায় আনন্দ উল্লাস করেন আর্জেন্টিনার সমর্থকরা।

লিওনেল মেসি সোনার ট্রফি স্পর্শ করার সাথে সাথেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন খুলনার আর্জেন্টিনার সমর্থকরা। আনন্দে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে তারা। 

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলা শুরু থেকেই নিজের সমর্থিত দলের জয়ের অপেক্ষায় ছিল ঠাকুরগাঁওয়ের আর্জেন্টিনার সমর্থকরা। সারাক্ষণ হই-হুল্লোড়ে মেতে ছিলেন তারা। যদিও মাঝে ফ্রান্সের গোল পরিশোধে সেই উল্লাসে কিছুটা ভাটা পড়েছিলো। তবে টাইব্রেকারে জয়ের পর উল্লাসে মাতেন আর্জেন্টিনা সমর্থকরা। 

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় মাগুরার সর্বত্র উন্মাদনা ছড়িয়ে পড়ে। গভীর রাতে আর্জেন্টিনার পতাকা আর জার্সি গায়ে জড়িয়ে আনন্দ শোভাযাত্রা করে মেসি ভক্তরা। বাদ্য বাজিয়ে আর আতশবাজি ফাটিয়ে উদযাপন করে প্রিয় দলের বিজয়। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন