মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

অন্যান্য
  >
বিশ্বকাপ

মেসিই সেরা

ক্রীড়া ডেস্ক ১৯ ডিসেম্বর , ২০২২, ১০:৩১:৫৫

  • ছবি: ইন্টারনেট

ফুটবল মেসিকে দেয়নি এমন কিছু নেই। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন টুর্নামেন্টের ৩৬টি শিরোপা জিতেছেন। ব্যক্তিগত পুরস্কারের ভাণ্ডারও কম সমৃদ্ধ নয়। সাতটি ব্যালন ডি’অরের পাশাপাশি শো কেসে আছে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার। ছিল না শুধু একটি জিনিসই, তা হলো বিশ্বকাপ শিরোপা।

যার জন্য ম্লান তার অসংখ্য কীর্তি। অবশ্য ২০১৪ সালে শিরোপার খুব কাছে চলে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তবে শেষ মুহূর্তে হতাশা নিয়েই ফিরতে হয়েছিল। এবারো ঠিক একই দৃশ্যপট তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর হতাশ হতে হয়নি। অধরা শিরোপা ধরা দিয়েছে মেসির কাছে।

বিশ্বসেরা তারকার হাতে উঠেছে কাঙ্খিত বিশ্বকাপ। শিরোপা হাতে নেওয়ার পর মেসির অভিব্যক্তিই বলে দিচ্ছিল কতটা আরাধ্য ছিল তার জন্য এই শিরোপা। গ্রেট আর সর্বকালের সেরাদের ওই সোনার ট্রফি থেকে বঞ্চিত করে না ‘ফুটবল ইশ্বর!’ কিংবদন্তিদের প্রায় সবাই মনে রাখার মতো কিছু স্মৃতি সঙ্গী করেই বিদায় বলেছেন। পেলে জিতেছিলেন, একবার নয়, তিন তিন বার! 

বিশ্বকাপ ট্রফি হাতে উঠেছে গারিঞ্চা, জর্জিনহো, রিভেলিনো, ফ্রাঞ্চ বেকেনবাওয়ার, ববি চার্লটন, গার্ড মুলারের। বঞ্চিত হননি আর্জেন্টাইন ফুটবল ইশ্বর ডিয়েগো ম্যারাডোনাও। বিশ্বকাপ ট্রফি মাথার ওপরে তুলে দাঁড়িয়েছেন রোমারিও, রোনালদো আর জিনেদিন জিদানও। এবার চক্র পূরণ হলো। লিওনেল মেসির হাতেও উঠল ৬.১৭৫ কিলোগ্রামসের ১৮ ক্যারেট সোনায় তৈরি ট্রফিটি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন