বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

অন্যান্য
  >
বিশ্বকাপ

এখনই অবসর নিয়ে ভাবছেন না মেসি

ক্রীড়া ডেস্ক ১৯ ডিসেম্বর , ২০২২, ১০:১০:৩০

  • ছবি: ইন্টারনেট

আগেই লিওনেল মেসি ঘোষণা দিয়েছিলেন এবারেই খেলছেন শেষ বিশ্বকাপ। শেষ পর্যন্ত রোববার তিনি পেয়ে গেলেন বিশ্বকাপ ট্রফি। তবে এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা। আরও কিছু দিন আন্তর্জাতিক ফুটবলকে রাঙিয়ে যাবেন।

রোববার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মেসি, ‘গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।’

প্রতিটি আর্জেন্টাইনের ছোটবেলা থেকেই মেসির স্বপ্ন ছিল, একদিন বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন। কিন্তু ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জিতে ফেললেও বিশ্বকাপ শিরোপা রয়ে গিয়েছিল অধরা। তবে রোববার ঠিকই মিটলো অতৃপ্তি। এরপর কিং লিও বলেন, ‘আর্জেন্টিনার সবারই ছেলেবেলার স্বপ্ন থাকে এটা। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এত দিন ছিল না, সেটাও হয়ে গেল।’

ক্যারিয়ারের শেষ বেলায় এসে বিশ্বকাপ ট্রফির আক্ষেপ ঘুচে যাওয়ায় স্রষ্টার কাছে কৃতজ্ঞ আর্জেন্টাইন অধিনায়ক, ‘আমরা প্রচুর ভুগেছি। তবে শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এল। এটা নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন