বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

অন্যান্য
  >
বিশ্বকাপ

ফাইনালে মেসি-এমবাপের দ্বৈরথ দেখছেন না আর্জেন্টিনা কোচ

ক্রীড়া ডেস্ক ১৮ ডিসেম্বর , ২০২২, ১৩:০০:১৫

  • ছবি: ইন্টারনেট

চলতি বিশ্বকাপে শুরু থেকেই দারুণ খেলছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। স্ব স্ব দলকে ফাইনালে তুলতে তারা করেছেন ৫টি করে গোল। যে কারণে এ দুই তারকায় রয়েছেন গোল্ডেন বুটের লড়াইয়ের যৌথভাবে শীর্ষে। তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে আলোচনা দুই পিএসজি তারকাকে নিয়েই বেশি। অনেকেই বিশ্বকাপের ফাইনালকে দেখছেন মেসি ও এমবাপের দ্বৈরথ হিসেবে। তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তেমনটা দেখছেন না। 

ফাইনালে ব্যক্তিগত লড়াইয়ের চেয়ে দলগত লড়াইটাই বেশি বলছেন স্কালোনি। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তিনি বলেছেন,  ‘রোববারের (আজ) ম্যাচটা আর্জেন্টিনা ও ফ্রান্সের লড়াই, মেসি-এমবাপ্পের নয়। দল শুধু তাদের ওপর নির্ভরশীল নয়। দুই দলেই পর্যাপ্ত রসদ আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে।’

গত বিশ্বকাপের শেষ ষোলো থেকে এমবাপের দাপটে ফুটবলের কারণেই বাদ পড়েছিল আর্জেন্টিনা। চার বছর পর আবার সেই তিনিই আর্জেন্টিনার সামনে পড়েছেন। এবার আরও পরিণত এমবাপে। তাই বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে তাই পিএসজির এই তারকাকে নিয়ে আলাদা পরিকল্পনা করাটাই স্বাভাবিক। এ ব্যাপারে আর্জেন্টিনা কোচ বলেছেন,‘এমবাপেকে থামানোর জন্য সম্মিলিত চেষ্টার প্রয়োজন হবে। যদিও ফ্রান্স শুধু তার ওপর নির্ভরশীল নয়। এমবাপ্পে একজন দারুণ ফুটবলার, তাকে বল দেওয়ার মতো কিছু দুর্দান্ত ফুটবলারও আছে ফ্রান্স দলে। এমবাপ্পে এখনো তরুণ, নিঃসন্দেহে সে উন্নতি করতে থাকবে।’

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় বিশ্বকাপ শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন