বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

অন্যান্য
  >
বিশ্বকাপ

প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স

স্পোর্টস রিপোর্টার ১১ ডিসেম্বর , ২০২২, ০২:০৯:৪০

  • টিচুয়ামেনির সেই গোলের শটটি। ছবি-ইন্টারনেট

ফ্রান্স ১ : ইংল্যান্ড ০

(প্রথমার্ধ শেষে)

পড়শি ফ্রান্সের সঙ্গে ফুটবল শত্রুতা ইংল্যান্ডের বহু বছরের, বিশ্বকাপ প্রবর্তনেরও আগে। ৯৯ বছরে চিরশত্রু ফ্রান্সের বিপক্ষে ৩২টি লড়াইয়ে ইংল্যান্ড এগিয়ে ১০-৫-এ। বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে অতীত রেকর্ডটাও ভাল ইংল্যান্ডের।

১৯৬৬ বিশ্বকাপে ২-০, ১৯৮২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ৩-১এ জয়ের রেকর্ড আছে ইংল্যান্ডের।তবে এই অতীত থেকেও টনিক নিতে পারেনি হ্যারি কেন-এর ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমার্ধে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ১-০ গোলে এগিয়ে আছে। 

৪-৩-৩ ফরমেশনে ইংল্যান্ড অবশ্য প্রথমার্ধে তুলনামুলক বলের নিয়ন্ত্রন নিয়েছে বেশি। ৫৮%বলের দখল নিয়ে গোলপোষ্টে শট নিয়েছে ৫টি। তবে ফ্রান্স খেলেছে হিসেবে ফুটবল।জিরুদকে উপরে রেখে এমবাপে,গ্রিজম্যান,দোম্বেলের কম্বিনেশনে ছিল গতি। সাকা, হ্যারি কেন, ফোডেনের আক্রমনে অবশ্য অতোটা গতি ছিল না।   

খেলার ১৮ মিনিটে মাঝমাঠে গ্রিজম্যানের পাস পেয়ে বাঁ প্রান্ত থেকে ২৫ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে গোল করেন টিচুয়ামেনি (১-০)।

খেলার ৩০ মিনিটে সমতার সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। লরিসের পুশ থেকে ৬ মিটার বক্সে নেয়া তার তীব্র শট ফ্রান্স গোলরক্ষক কর্নারের বিনিময়ে রক্ষা করেন। 

খেলার ২৬তম মিনিটে ডান দিক থেকে বক্সে ঢোকার মুখে হ্যারি কেইনকে ফাউল করলে পেনাল্টির আবেদন করে ইংল্যান্ড, তবে 'ভার' এ চেক করে ফাউলের প্রমান মেলেনি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন