রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
নারী দিবস

করোনায় মোট আক্রান্ত ৩৫ কোটি ২১ লাখ, মৃত্যু ৫৬ লাখ

নিউজজি ডেস্ক ২৪ জানুয়ারি , ২০২২, ১৩:৫৩:০৫

  • ইন্টারনেট থেকে

ঢাকা : এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২২ লাখ ২৭ হাজার ৮৫ জন। এখন পর্যন্ত এই মহামারীতে বিশ্বজুড়ে মারা গেছেন ৫৬ লাখ ১৪ হাজার ৯০৯ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ২৭ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৬৩জন।

গেল এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ছয় হাজার ৬৪ জন। মারা গেছেন ৪৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৩ হাজার ৪৯৫ জন। এই মুহূর্তে ভারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫।  মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত বলে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৪৩৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ৮৯ হাজার ৮৯৬ জন।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ইউরোপের দেশ ফ্রান্সে। সেখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন তিন লাখ এক হাজার ৬১৪ জন। আর মারা গেছেন ১১৫ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৩২ রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন এক লাখ ২৮ হাজার ৬২৯ জন।

অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এরই মধ্যে শীর্ষে উঠে এসেছে রাশিয়া। শেষ এক দিনে দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৭৯ জন। আর নতুন করে রোগটিতে শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ২০৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ১১ লাখ আট হাজার ১৯১ জনে পৌঁছেছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ২৬ হাজার ১১২ জনের।

তবে যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন। আর মারা গেছেন ৫৭৪ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯৩১ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ দিয়েছেন আট লাখ ৮৯ হাজার ১৯৭ জন।

এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৯ জন।আর মারা গেছেন ৭৫ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ২৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৮৬২ জন।

শেষ ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ ইতালিতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন এক লাখ ৩৮ হাজার ৮৬০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২৭ জনের। এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৮৭ লাখ ১৭ হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৭ হাজার ৩৫৪ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪৪৪ জন এবং মারা গেছেন ৮৬ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছেন ১৬৬ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৩০ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৩৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৩ হাজার ১৪৫ জনের। এছাড়া কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৮৭ জন। আর মারা গেছেন ২১৭ জন।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে গেল এক দিনে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৮৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৫৪ জন, পোল্যান্ডে ২৫ জন, কানাডায় ৯৫ জন, আর্জেন্টিনায় ৬৫ জন এবং ভিয়েতনামে ১২৩ মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ৩৬৪ জন।

নিউজজি/ এসজেড

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন