রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
নারী দিবস

নারী দিবসে সম্মাননা পেলেন প্রথম নারী স্পিকারসহ ৫ বিশিষ্ট নারী

নিউজজি প্রতিবেদক ৮ মার্চ , ২০১৯, ২৩:২৪:১০

  • নারী দিবসে সম্মাননা পেলেন প্রথম নারী স্পিকারসহ ৫ বিশিষ্ট নারী

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্টের উদ্যোগে ৫জন বিশিষ্ট নারীকে সম্মাননা-২০১৯ প্রদান করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- প্রথম নারী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ডাকসু’র সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম ও মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন