শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

সান্তাহারে বিএনপির হ্যাটট্রিক

নিউজজি ডেস্ক ১৬ জানুয়ারি , ২০২১, ১৯:৪০:৩৭

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ পৌর নির্বাচনে আদমদীঘি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু মোট ৭ হাজার ৭৮৮ ভোট পেয়েছেন। এদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট। ৩৮৬ ভোটের ব্যবধানে তোফাজ্জল হোসেন বিজয়ী হন।

পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮ জন এবং নারী ভোটার ১৩ হাজার ১২১ জন। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত একটানা প্রথম বারের মতো ইভিএমে ভোটগ্রহণ করা হয়। ভোটারা শান্তিপূর্ণভাবে ভোট দেন। নির্বাচনে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি।

নিউজজি/আইএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন