শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

ছাত্রলীগের দু‘পক্ষের সংঘর্ষে কুলাউড়া পৌরসভায় ভোটগ্রহণ বন্ধ

নিউজজি ডেস্ক ১৬ জানুয়ারি , ২০২১, ১৫:৪৪:২৬

  • সংগৃহীত

ঢাকা: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদের নেতৃত্বে ভোটকেন্দ্র দখল করায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে ভোটগ্রহণ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ৫নং ওয়ার্ডে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় (উছলাপাড়া আংশিক, দক্ষিণবাজার ও দক্ষিণ রেলওয়ে কলোনি) কেন্দ্রে এ ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া এখনও চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুমেল আহমদসহ কয়েকজন ব্যালট পেপার নিয়ে অবৈধ ভোট দেয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় ভোটাররা তাদের প্রতিহত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক নেতা পরিচয়ধারী কয়েকজন কেন্দ্র দখলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, কিছু দুষ্কৃতিকারী ব্যালট পেপার ছিনতাই করে ভোট দেয়ার চেষ্টা করে। সে ব্যালট পেপারটি উদ্ধার করেছি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি ওই কেন্দ্রে যাইনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কিছু ছেলে কেন্দ্রে ঢুকতে চেয়েছিল। বিরোধী এজেন্টরা বাধা দিলে তারা বের হয়ে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

নিউজজি/আইএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন