শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

ভবানীগঞ্জ উপজেলায় ননদ-ভাবির লড়াই

নিউজজি ডেস্ক ৮ জানুয়ারি , ২০২১, ১২:০৫:২৫

  • সংগৃহীত

ঢাকা: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে ননদ-ভাবির লড়াই জমে উঠেছে। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে একই বাড়ি থেকে ননদ নারগিস বিবি ও ভাবি রোনা বিবি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ননদ নারগিস বিবি সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভাবি বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর। তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে স্বজনরা বিভক্ত হয়ে পড়েছেন। তবে তাদের এই লড়াই শুধু রাজনীতির মাঠেই, ঘরের ভিতর তারা ননদ-ভাবির সম্পর্কের ভালোবাসায় আবদ্ধ থাকেন।

জানা যায়, কসবা গ্রামের আবুল কালামের মেয়ে নারগিস বিবির সঙ্গে আবদুল হামিদের বিয়ে হয়। ২০১০ সালের নির্বাচনে নারগিস বিবি সংরক্ষিত ২নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। ওই বছর তার ভাবি প্রার্থী ছিলেন না। ২০১৫ সালের নির্বাচনে নারগিস বিবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তার বড় ভাই মাহাবুর রহমানের স্ত্রী রোনা বিবি। ওই নির্বাচনে তিনি জয়ী হন।

এবার নারগিস বিবি জবা ফুল ও রোনা বিবি অটোরিকশা প্রতীকে নির্বাচন করছেন। সকাল হলেই এক বাড়ি থেকে দুই প্রার্থী প্রচারণা চালাতে বের হন। আলাদা আলাদা এলাকায় প্রচারণা শেষে সন্ধার সময় একই বাড়ি ফেরেন তারা।

ননদ নারগিস বিবি বলেন, ২০১০ সালের নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছি। ২০১৫ সালে আমার ভাবি জয়ী হয়ে দায়িত্ব পালন করেছেন। এবারও আমরা প্রার্থী হয়েছি। ভোটাররা যাকে বেছে নেবেন, সেই দায়িত্বপালন করবে।

ভাবি রোনা বিবি বলেন, নির্বাচনের মাঠে তারা প্রার্থী তবে পরিবারে তারা ননদ-ভাবি। ভোটাররা বিবেচনা করে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। এতে আমাদের ননদ-ভাবির সম্পর্কে ফাটল ধরবে না।

নিউজজি/আইএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন