শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

বরগুনায় ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিউজজি ডেস্ক ৩ জানুয়ারি , ২০২১, ২০:১৯:২১

  • সংগৃহীত

ঢাকা: আগামী ৩০ জানুয়ারি বরগুনা পৌরসভা নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে প্রার্থীদের উপস্থিতিতে পর্যায়ক্রমে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে বরগুনা পৌরসভায় মেয়র পদে ১০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ সদস্যপদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীদের উপস্থিতিতে পর্যায়ক্রমে মনোনয়নপত্র বাছাইতে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী চারজনের কেউ ১০০ ভোটারের স্বাক্ষর জমা দিতে না পারায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। আর ইসলামী আন্দোলন প্রার্থীর আয়কর রিটার্নের সঠিক কাগজ জমা দিতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া ৫ মেয়র প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের মাও. জালাল উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী অ্যাড. সিদ্দিকুর রহমান, মো. শাহাবুদ্দিন, মো. জসিম উদ্দীন ও মো. নিজাম উদ্দীন।

সংরক্ষিত মহিলা আসনে আয়কর রিটার্নে ত্রুটি থাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী ইয়াসমিন সুলতানা এবং সাধারণ সদস্য প্রার্থী ৮ নম্বর ওয়ার্ডে ঋণ খেলাপি হওয়ার হুমাউন কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নিউজজি/আইএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন