শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

নড়াইল-কালিয়া পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা

নড়াইল প্রতিনিধি ৩১ ডিসেম্বর , ২০২০, ১৮:৪৪:৪২

  • সংগৃহীত

নড়াইল: ব্যাপক উৎসাহর মধ্যদিয়ে নড়াইল ও কালিয়া পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নড়াইল ও কালিয়া পৌরসভায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম জেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় কয়েকজন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

নড়াইল সদর পৌরসভায় বিএনপির মনোনিত প্রার্থী জুলফিকার আলী মন্ডল দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিনরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ওহিদুজ্জামান হীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাফিজ খান মিলনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির মনোনিত প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, বিদ্রোহী প্রার্থী কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিএম এমদাদুল হক টুলুসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি এই দুই পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। ৩ জানুয়ারি মনোনয়ন বাছাই, ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ করা হবে।

নিউজজি/আইএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন