শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর, আহত ১

নিউজজি ডেস্ক ২৮ ডিসেম্বর , ২০২০, ১৫:২০:৪৫

  • ছবি: ফাইল

ঢাকা: পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক। সোমবার (২৮ ডিসেম্বর) শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে কেন্দ্রের সামনেই এ ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্য আহত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর জানান, ওই কেন্দ্র পরিদর্শন করে ফেরার পথে কেন্দ্রের সামনেই পেছন থেকে লাঠি হাতে কয়েকজন যুবক দৌড়ে এসে গাড়ি ভাঙচুর শুরু করে। তারা গাড়ির পেছনের কাচ পুরোটাই ভেঙে ফেলে। এ সময় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কারা ভাঙচুরের সাথে জড়িত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। এ ব্যাপারে, আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই জেলা নির্বাচন কর্মকর্তা।

নিউজজি/আইএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন