শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

সোমবার চট্টগ্রাম-৮ আসনে ভোট

নিউজজি ডেস্ক ১২ জানুয়ারি , ২০২০, ১৫:১৮:৩০

  • ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার মধ্যরাতেই শেষ হয় নির্বাচনি প্রচারণা। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবারের ভোটগ্রহণ করা হবে।

ভোটগ্রহণের অত্যাধুনিক এ যন্ত্রে ‘আস্থা ও অনাস্থার’ সংকটের মধ্য দিয়ে চট্টগ্রামে এ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির পর ১৮ দিনের ব্যবধানে ঢাকা ও চট্টগ্রামে এই তিন নির্বাচনের দিকে এখন সবার চোখ। তিন নির্বাচনেই ইভিএম মাধ্যমে ভোটগ্রহণকে ঘিরে এ পদ্ধতির পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা চলছে।

চট্টগ্রামে সরকার দলের নেতাদের মতে, ইভিএমের মাধ্যমে সুন্দর ভোটগ্রহণ হবে, বিএনপি অহেতুক মিথ্যাচার করছে। এদিকে বিএনপি নেতারা বলছেন, ইভিএম ভোট চুরির যন্ত্র! সাধারণ মানুষের মাঝে ইভিএম নিয়ে একধরনের কৌতূহল রয়েছে।

চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা জানান, চট্টগ্রামে ইভিএম ভোটগ্রহণ ওপর অনেক কিছু নির্ভর করবে। কারণ এরপর রাজধানীর দুই সিটির নির্বাচন। চট্টগ্রামের নির্বাচন ভালো হলে ইভিএমে আস্থা আসবে। তবে কোনো ধরনের প্রশ্ন উঠলে এর প্রভাব পরবর্তী দুই সিটি নির্বাচনে পড়তে পারে।

এদিকে, সোমবার চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের আগে গতকাল রাতে শেষ হয়েছে নির্বাচনি প্রচার-প্রচারণা। এই নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। প্রধান এ দুই রাজনৈতিক দলের নেতারা এই নির্বাচন নিজেদের ‘মর্যাদার লড়াই’ হিসেবে দেখছেন।

১৯৭৩ সালের সংসদ নির্বাচনের পর আসনটি থেকে আওয়ামী লীগের কোনো প্রার্থী বিজয়ী হননি। তবে সর্বশেষ তিনটি নির্বাচনে (২০০৮, ২০১৪ ও ২০১৮) আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট থেকে জাসদের (একাংশ) কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল (প্রয়াত) মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।

এর আগে, একাধিকবার আসনটি থেকে এমপি হন বিএনপি প্রার্থী। বিএনপি চাইছে আসনটি পুনরুদ্ধার করতে। আওয়ামী লীগ চাইছে দীর্ঘদিন পর নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে।

শেষ হাসি কে হাসবেন, আওয়ামী লীগের প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ নাকি বিএনপি প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান। এছাড়া, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ (চেয়ার), ন্যাপের বাপন দাশগুপ্ত (কুঁড়েঘর), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।

নিউজজি/জেডকে

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন