শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

শ্রীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১ এপ্রিল , ২০১৯, ১৫:৫২:১১

  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: শ্রীনগরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে গেলো চতুর্থ ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের মাঠে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত চলে ভোট গ্রহন। এরপর হয় ভোট গননা। পরে উপজেলা রিটানিং কর্মকর্তা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়। চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন (আনারস)। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮৩৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন (দোয়াত-কলম) পেয়েছন ৩১ হাজার ৯১৪ ভোট। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন (নৌকা) ১৪ হাজার ৮৭০ ভোট, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম একুল খান (মোটরসাইকেল) ১২ হাজার ৮৯ ভোট, বিকল্পধারার প্রার্থী হাফিজুল ইসলাম ঝান্টু (কুলা) ৬১৮ ভোট পেয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠুর (টিউরওয়েল) ৪৪ হাজার ৩৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জহিরুল হক নিসাত সিকদার (তালা) ১৮ হাজার ০১৩ ভোট পেয়েছে। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি রেহেনা বেগম (কলস)। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মর্জিনা আক্তার মুন্নি (ফুটবল) পেয়েছে ৩২ হাজার ৪৬৮ ভোট।

এ উপজেলার মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৫৫৩ জন এর মধ্যে প্রায় ৪১ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা যায়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন