শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

সিরাজদিখানে নৌকা প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন জয়ী

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১ এপ্রিল , ২০১৯, ০০:১৩:৩৯

  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: সিরাজদিখান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ নৌকা মার্কা নিয়ে বিজয়ী হয়েছে। রোববার উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার শাহিনা ইসলাম চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

সিরাজদিখান উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার শাহিনা ইসলাম চৌধুরীর ঘোষিত ফলাফলে সিরাজদিখান উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কায় আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ পেয়েছে ৮৬ হাজার ৩৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুলা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন দুই হাজার ৪৭৭ ভোট। অর্থাৎ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কায় আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ ৮৩ হাজার ৮৯১ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছে।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাঈনূল হাসান নাহিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. তাহমিনা আক্তার তুহিন বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার শাহিনা ইসলাম চৌধুরী জানান, এ উপজেলার মোট ভোটার সংখ্যা দুই লাখ ২২ হাজার ৩৩১ জন। উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৯৫ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়েছেন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন