শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

গজারিয়ায় তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি ৩১ মার্চ , ২০১৯, ১৫:৪২:১৮

  • ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জ: চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে গজারিয়া উপজেলায় ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থগিত কেন্দ্রগুলো হচ্ছে- গজারিয়া উপজেলার ২নং ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়, ১৯ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২ নং বৈদ্যেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার হাসান সাদী জানান, কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা যথাক্রমে দুই হাজার ৫৩৮, দুই হাজার ৩৫ ও তিন হাজার ৬৬১ জন। দুপুর ১টা থেকে এসব কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ করা হয়।

১৯ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আফজাল হোসেন জানান, কিছু দুর্বৃত্ত জোরপূর্বক ব্যালট ছিনতাই করে নৌকা ও পদ্মফুল মার্কায় সিল মারে। বিষয়টি রিটার্নিং অফিসারকে জানালে তিনি ভোটগ্রহণ বন্ধ করার নির্দেশ দেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন