শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

সখীপুরে ভোটকেন্দ্রে স্ট্রোক করে ইউপি সদস্যের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি ৩১ মার্চ , ২০১৯, ১৩:৫১:২৩

  • ছবি: ইন্টারনেট

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আজহারুল ইসলাম রাজা (৪২) নামে এক ইউপি সদস্য (মেম্বার) মারা গেছেন। নিহত রাজা উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (৩১ মার্চ) সকালের দিকে উপজেলার যুগীরকোঠা পূর্বপাড়া ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

যুগীরকোঠা পূর্বপাড়া ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা পার্থ স্বারথী গোস্বামী বলেন, ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক পরই কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন ইউপি সদস্য আজহারুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, ভোটকেন্দ্রে ‘স্ট্রোক’ করার পরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিউজজি/ এসআই

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন