শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

বুড়িচংয়ের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

কুমিল্লা প্রতিনিধি ৩১ মার্চ , ২০১৯, ১২:৫২:৩৭

  • ছবি সংগৃহীত

কুমিল্লা: বুড়িচং উপজেলার বারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক পোলিং এজেন্টসহ দুইজন আহত হয়েছে। এই ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্র দখলের চেষ্টায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাশেম এবং বিদ্রোহী প্রার্থী আখলাক হায়দার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক পোলিং এজেন্টসহ দুইজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়ে।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, বারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ওই কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পোলিং এজেন্টসহ দুই জন আহত হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন