শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ৩১ মার্চ , ২০১৯, ১৩:৩৪:২২

  • ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া: চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ভোটাররা কেন্দ্রে ভোট দিতে এসে বিকট শব্দ পেয়ে ভয়ে বিভিন্ন দিকে ছুটতে থাকে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, এতে ভোটগ্রহণে কোনো প্রকার বাধাগ্রস্ত হয়নি, ভোটগ্রহণ চলছে।

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ছয় উপজেলায় (সদর, সরাইল, আখাউড়া, নাসিরনগর, নবীনগর ও আশুগঞ্জ) ভোটগ্রহণ চলছে। ছয় উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১৩ লাখ ৪২ হাজার ৫১৩ জন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন