শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

তৃতীয় ধাপের ভোটে আওয়ামী লীগের জয়জয়কার

নিউজজি ডেস্ক ২৫ মার্চ , ২০১৯, ০২:০৩:১৪

  • তৃতীয় ধাপের ভোটে আওয়ামী লীগের জয়জয়কার

ঢাকা : ১২৭টি উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও রোববার নির্বাচন হয়েছে ১১৭টি উপজেলায়। বিএনপিসহ বিরোধী দলগুলো ভোট বর্জন করায় প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৬টি উপজেলায় ভোট হয়নি। নরসিংদী সদর ও কক্সবাজার সদর উপজেলা নির্বাচন চতুর্থ ধাপে নেয়া হয়েছে। মামলার কারণে কক্সবাজারের কতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

আগের দুই ধাপেও ভোটার উপস্থিতি ছিল বেশ কম। প্রথম ধাপে ৪৩ দশমিক ৩২ শতাংশ ও দ্বিতীয় ধাপে ৪১ দশমিক ২৫ শতাংশ ভোট পড়ে। দুই ধাপে ১৮৯ উপজেলায় ভোটের হার ছিল ৪২ দশমিক ২৮ শতাংশ। এবার ১১৭ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৪০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই ধাপে ৯ হাজার ২৯৮টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ জন। উপজেলা নির্বাচনে প্রথমবারের মতো ৪ উপজেলায় ইভিএমে ভোট হয়েছে। এগুলো হচ্ছে মানিকগঞ্জ সদর, মেহেরপুর সদর, গোপালগঞ্জ সদর ও রংপুর সদর। আগামী ধাপে আরও ৬টি উপজেলায় ইভিএমে ভোট হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ছিল। চলাচলে আরোপ করা হয় বিধি-নিষেধ।

রংপুর : সদরে আ’লীগের নাসিমা জামান ববি এবং মিঠাপুকুরে আ’লীগের জাকির হোসেন নির্বাচিত।

চুয়াডাঙ্গা : সদরে আ’লীগের আসাদুল হক বিশ্বাস (আওয়ামী লীগ), আলমডাঙ্গায় আ’লীগের বিদ্রোহী আইউব হোসেন, দামুড়হুদায় আ’লীগ বিদ্রোহী আলী মুনছুর বাবু, জীবননগরে আ’লীগ বিদ্রোহী হাফিজুর রহমান বিজয়ী হয়েছে।

মাগুরা : সদরে আওয়ামী লীগের আবু নাসির বাবলু, শ্রীপুরে আ’লীগ বিদ্রোহী মাহমুদুল গণি শাহিন শালিখায় আওয়ামী লীগ বিদ্রোহী অ্যাড. কামাল হোসেন মহম্মদপুরে আ’লীগ বিদ্রোহী আবু আবদুল্লাহেল কাফি জয়ী হয়েছে।

নড়াইল : সদরে আ’লীগের নিজামউদ্দিন খান নিলু।

লোহাগড়া : আ’লীগের বিদ্রোহী সিকদার আবদুল হান্নান রুনু, কালিয়া : আ’লীগের কৃষ্ণপদ ঘোষ বিজয়ী হয়েছেন।

সাতক্ষীরা : সদরে আ’লীগের মো. আসাদুজ্জামান বাবু, তালায় আ’লীগের ঘোষ সনৎ কুমার, কলারোয়ায় আ’লীগের বিদ্রোহী আমিনুল ইসলাম লাল্টু, আশাশুনিতে আ’লীগের এবিএম মোস্তাকিম, দেবহাটায় আ’লীগের আবদুল গনি, কালীগঞ্জে আ’লীগের বিদ্রোহী সাঈদ মেহেদি, শ্যামনগরে আ’লীগের এসএম আতাউল হক দোলন জয়ী হয়েছেন।

কুষ্টিয়া : সদরে আ’লীগের আতাউর রহমান আতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দৌলতপুরে আ’লীগের এজাজ আহমেদ (মামুন), ভেড়ামারায় আ’লীগের আক্তারুজ্জামান মিঠু, মিরপুরে আ’লীগের কামারুল আরেফিন, কুমারখালীতে আ’লীগের আবদুল মান্নান খান, খোকসায় আ’লীগের সদর উদ্দিন খান জয়ী হয়েছেন।

মেহেরপুর : সদরে আ’লীগের অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগরে আ’লীগের জিয়া উদ্দীন বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া গাংনীতে আ’লীগের এমএ খালেক জয়ী হয়েছেন।

ঝিনাইদহ : কালীগঞ্জে আ’লীগের মো. জাহাঙ্গীর সিদ্দিক (ঠাণ্ডু) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদরে আ’লীগের অ্যাডভোকেট মো. আবদুর রশীদ, হরিণাকুণ্ডুতে আ’লীগ বিদ্রোহী জাহাঙ্গীর হোসাইন জয়ী হয়েছেন।

বরিশাল : সদরে আ’লীগের সাইদুর রহমান রিন্টু, বানারীপাড়ায় আ’লীগের গোলাম ফারুক, বাকেরগঞ্জে আ’লীগের মোহাম্মদ শামসুল আলম চুন্নু, আগৈলঝাড়ায় আ’লীগের আবদুর রইচ সেরনিয়াবাত, গৌরনদীতে আ’লীগের সৈয়দা মনিরুন নাহার মেরী, মুলাদীতে আ’লীগের মো. তারিকুল হাসান খান মিঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া উজিরপুরে আ’লীগের আবদুল মজিদ সিকদার, বাবুগঞ্জে আ’লীগের কাজী ইমদাদুল হক দুলাল, হিজলায় আ’লীগের বিদ্রোহী মো. বেলায়েত হোসেন ঢালী জয়ী হয়েছেন।

ঝালকাঠি : নলছিটিতে আ’লীগের সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদরে আ’লীগের খান আরিফুর রহমান, কাঁঠালিয়ায় আ’লীগের এমাদুল হক মনির ও রাজাপুরে আ’লীগের অধ্যক্ষ মো. মনিরউজ্জামান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোলা : বোরহানউদ্দিনে আ’লীগের আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মাদারীপুর : কালকিনিতে আ’লীগের গোলাম ফারুক, শিবচরে আ’লীগের সামসুদ্দিন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া রাজৈরে আ’লীগের এমএ মোতালেব মিয়া জয়ী হয়েছেন।

শরীয়তপুর : জাজিরায় আওয়ামী লীগের মোবারক আলী সিকদার, ভেদরগঞ্জে আওয়ামী লীগের হুমায়ুন কবির মোল্লা, সদরে আওয়ামী লীগের আবুল হাসেম তপাদার, নড়িয়ায় আওয়ামী লীগের একেএম ইসমাইল হক, ডামুড্যায় আওয়ামী লীগের আলমগীর হোসেন মাঝি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া গোসাইরহাটে আওয়ামী লীগের বিদ্রোহী ফজলুল রহমান ঢালী জয়ী হয়েছেন।

মানিকগঞ্জ : সদরে আওয়ামী লীগের মো. ইসরাফিল হোসেন, সাটুরিয়ায় আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুল মজিদ, শিবালয়ে মো. রেজাউর রহমান খান জানু ও হরিরামপুরে দেওয়ান মো. সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এছাড়া ঘিওরে আওয়ামী লীগের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সিংগাইরে আওয়ামী লীগ বিদ্রোহী মুশফিকুর রহমান খান হান্নান ও দৌলতপুরে আওয়ামী লীগের নুরুল ইসলাম রাজা জয়ী।

লক্ষ্মীপুর : রায়পুরে আওয়ামী লীগের অধ্যক্ষ মামুনুর রশিদ, সদরে যুবলীগ সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু (দোয়াত কলম), রামগঞ্জে আওয়ামী লীগের মনির হোসেন চৌধুরী (নৌকা), রামগতিতে স্বতন্ত্র শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ) ও কমলনগরে আওয়ামী লীগের বিদ্রোহী মেজবাহ উদ্দিন আহমদ বাপ্পি জয়ী।

কিশোরগঞ্জ : মিঠামইনে আওয়ামী লীগের আছিয়া বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভৈরবে আওয়ামী লীগের সায়দুল্লাহ মিয়া, হোসেনপুরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সোহেল, কুলিয়ারচরে আওয়ামী লীগের ইয়াছির মিয়া বিজয়ী।

গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় সোলায়মান বিশ্বাস, কোটালীপাড়ায় বিমল কৃষ্ণ বিশ্বাস জয়ী হয়েছেন। এছাড়া সদরে আওয়ামী লীগ নেতা শেখ লুৎফর রহমান বাচ্চু (দোয়াত-কলম), মুকসুদপুরে কাবির মিয়া (উপজেলা আওয়ামী লীগ নেতা) জয়ী।

রাজবাড়ী : গোয়ালন্দে আওয়ামী লীগের মো. নুরুল ইসলাম ও বালিয়াকান্দিতে আওয়ামী লীগের মো. আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বালিয়াকান্দিতে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, পাংশায় ফরিদ হাসান ওদুদ মন্ডল (বিদ্রোহী প্রার্থী) জয়ী।

গাজীপুর : কালিগঞ্জে আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন পলাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

নরসিংদী : পলাশে জাবেদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। শিবপুরে আওয়ামী লীগের হারুনুর রশিদ, মনোহরদীতে আওয়ামী লীগের সাইফুল ইসলাম খান বীরু, বেলাবোতে আওয়ামী লীগের সমশের জামান ভূইয়া ও রায়পুরায় আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুস সাদেক জয়ী।

চাঁদপুর : মতলব উত্তরে আওয়ামী লীগের এমএ কুদ্দুস, মতলব দক্ষিণে আওয়ামী লীগের এএইচএম গিয়াস উদ্দিন, হাজীগঞ্জে আওয়ামী লীগের গাজী মাইন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া চাঁদপুর সদরে আওয়ামী লীগ প্রার্থী নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, শাহরাস্তিতে আওয়ামী লীগের সভাপতি ফরিদউল্যাহ চৌধুরী, কচুয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির।

চট্টগ্রাম : আনোয়ারায় আওয়ামী লীগের তৌহিদুর হক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাঁশখালীতে আওয়ামী লীগের চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, চন্দনাইশে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, বোয়ালখালীতে আওয়ামী লীগের মো. নুরুল আলম, পটিয়ায় আওয়ামী লীগের মোতাহেরুল ইসলাম চৌধুরী জয়ী।

কক্সবাজার : উখিয়ায় আ’লীগের অধ্যাপক হামিদুল হক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। মহেশখালীতে আ’লীগের বিদ্রোহী শরীফ বাদশা (আনারস), পেকুয়ায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম (দোয়াত কলম), রামুতে আ’লীগ বিদ্রোহী সোহেল সরওয়ার কাজল (আনারস), টেকনাফে যুবলীগ নেতা নুরুল আলম (মোটরসাইকেল) জয়ী।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন