শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

ঝিনাইদহে ৪ উপজেলায় চলছে ভোটগ্রহণ

ঝিনাইদহ প্রতিনিধি ২৪ মার্চ , ২০১৯, ১৩:১৯:৫১

  • ছবি : নিউজজি

ঝিনাইদহ: উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহে চার উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়তে পারে। ভোটগ্রহণ চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে ঘোষণা করা হবে নির্বাচনের ফল।

ঝিনাইদহের চারটি উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। এখানে শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জেলার চারটি উপজেলায় ৪২৩টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১৩ লাখ ৪২ হাজার ৫৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন