শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

রংপুরে একটি লাঙলের, বাকি সব নৌকার

রংপুর প্রতিনিধি ১৯ মার্চ , ২০১৯, ০০:০১:১২

  • রংপুরে একটি লাঙলের, বাকি সব নৌকার

রংপুর: অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনের আট উপজেলার ছয়টিতে বেসরকারি ফলাফলে প্রায় সবকটি উপজেলায় জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ছয় উপজেলার ৫ উপজেলাতেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। মাত্র একটিতে জয় পেয়েছে লাঙল।

জেলার বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী- চেয়ারম্যান পদে পীরগঞ্জ উপজেলাতে নুর মোহাম্মদ মন্ডল (নৌকা), বদরগঞ্জে ফজলে রাব্বী সুইট (নৌকা), তারাগঞ্জে আনিছুর রহমান লিটন (নৌকা), পীরগাছায় আবু নাসের মোঃ মাহবুবার রহমান (লাঙল) জয়ী হয়েছেন।

এছাড়া বাকি দুই উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের রুহুল আমিন (গঙ্গাচড়া) ও আনোয়ারুল ইসলাম মায়া (কাউনিয়া)।

জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বদরগঞ্জে প্রায় ৫১ হাজার ১২০ ভোটের বিশাল ব্যবধানে আওয়ামী লীগের ফজলে রাব্বী সুইট নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৮০০ ভোট।

তারাগঞ্জে নৌকার প্রার্থী আনিছুর রহমান লিটন পেয়েছেন ৪২ হাজার ৩৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নেতা স্বতন্ত্র প্রার্থী শাহিনুর ইসলাম মার্শাল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯২২ ভোট।

পীরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল ৭১ হাজার ৯৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬৯ ভোট।

পীরগাছায় নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ আল মাহমুদ মিলন প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থীর কাছে। লাঙল প্রতীকে আবু নাসের মোঃ মাহবুবার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল্লাহ্ আল মাহমুদ মিলন পেয়েছেন ৪০ হাজার ৯৫৭ ভোট।

এছাড়া বদরগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বদরগঞ্জ উপজেলাতে তাজুল ইসলাম, তারাগঞ্জে গোলাম ছাইদেল কাওনাইন, পীরগঞ্জে শফিউর রহমান মন্ডল, পীরগাছায় আরিফুল হক লিটন, কাউনিয়ায় আব্দুর রাজ্জাক এবং গঙ্গাচড়াতে সাংবাদিক সাজু মিয়া লাল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বদরগঞ্জে নাজমা জাহানুর, তারাগঞ্জে সাবিনা ইয়াসমিন, পীরগঞ্জে শিরিনা খাতুন, পীরগাছায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তানজিনা আফরোজ, কাউনিয়াতে আঙ্গুরা বেগম এবং গঙ্গাচড়া উপজেলায় রাবিয়া বেগম।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন