শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

ঠাকুরগাঁও প্রতিনিধি ১৮ মার্চ , ২০১৯, ১২:২২:৪২

  • ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

ঠাকুরগাঁও : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টায় জেলার ৪০২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলার হরিপুর উপজেলার ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩ হাজার ১শত ৩১ জন এবং মহিলা ভোটার ৪ লাখ ৯২ হাজার ৮শ ২৩ জন। মোট ভোট কেন্দ্র ৪০২টি। ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন ১৯জন,পুরুষ ভাইস চেয়ারম্যান ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও নাশকতা এড়াতে বিজিবিসহ একাধিক মোবাইর কোট ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

ভোট প্রদান শেষে হরিপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হাসান মুকুল (নৌকা) এবং একেএম শামীম ফেরদৌস টগর (ঘোড়া) তাদের জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন