শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

নওগাঁয় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

নওগাঁ প্রতিনিধি ১৮ মার্চ , ২০১৯, ১১:৫০:১৯

  • নওগাঁয় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

নওগাঁ : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নওগাঁয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁয় সোমবার (১৮ মার্চ) সকাল ৮ থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। আর চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখনো পর্যন্ত জেলার কোন কেন্দ্রে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে পুরুষ ও মহিলা ভোটারদের।

জেলার ১০টি উপজেলার মোট ৬০৮টি ভোট কেন্দ্রে চলছে এই ভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। তবে তুলনামূলকভাবে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা যতই বাড়তে থাকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ততই বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্র নিরাপত্তা বলয়ের চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে।

নওগাঁ পোরশা উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ মুনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ভোটাররা ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত আমার উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে আমি শতভাগ বিজয়ী হবো।

নওগাঁর পোরশা উপজেলার পোরশা হাই মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফয়সাল আলম বলেন, খুব সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত শতকরা ৩০ ভাগ ভোট প্রদান করেছে ভোটাররা। তবে আশা করছি শেষ পর্যন্ত শতকরা ৬০-৭৫ ভাগ ভোট পড়বে ব্যালট বাক্সে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন