শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

রায়পুরে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি ১৮ মার্চ , ২০১৯, ১১:৪৭:৩৯

  • রায়পুরে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

লক্ষ্মীপুর : উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর ২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে। গত তিনদিন ধরে তিনি নিজের ইচ্ছেমত নির্বাচনী আচরণ না মেনে ইচ্ছেমত কাজ করছেন। জেলা রিটানিং অফিসারের কাছে অভিযোগ করেও কোন সুফল মিলছে না, বলে অভিযোগ করেছেন অন্য প্রার্থীরা।

জানা গেছে, রবিবার দুপুরে স্বতন্ত্র এমপি পাপুল রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের বাসায় নির্বাচনী সমঝোতা বৈঠক করেছেন। এরপর তিনি সেখানেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগমের নির্বাচনী লিফলেট হাতে নিয়ে ছবি তুলেছেন।

ওই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উপজেলা পরিষদের এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদের পক্ষ হয়ে তিনি এই সমঝোতা বৈঠকে বসেন।

দলীয় সূত্র জানাযায়, গত শুক্রবার বিকেলে পৌরসভার তাজমহল সিনেমা প্রাঙ্গনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ নির্বাচনী মত বিনিময় সভা করে । সেখানে এমপি পাপুল উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের নির্বাচনী সভায় এমপি উপস্থিত থাকতে পারেন এমন খবর সকালে জানতে পেরে আলতাফ হোসেন হাওলাদার জেলা রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। ওই কর্মকর্তা এমপি পাপুল সভায় না আসার অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। এমপির এমন কর্মকান্ডে সতন্ত্র পার্থীর পক্ষের লোকজন ক্ষোভ প্রকাশ করে তার দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি জানান।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন