শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

পঞ্চগড়ে পাঁচে-চার পেল আ. লীগ

পঞ্চগড় প্রতিনিধি ১১ মার্চ , ২০১৯, ০৩:০৫:১৪

  • পঞ্চগড়ে পাঁচে-চার পেল আ. লীগ

পঞ্চগড় : পাঁচ উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। পঞ্চগড় সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৪৯৯ ভোট। তার নিকটতম বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী আবু দাউদ প্রধান মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২৬ ভোট। 

তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মাহমুদুর রহমান ডাবলু।  তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮৯২ ভোট। তার নিকটতম বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী মুক্তারুল হক মুকু আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৪০ ভোট।

আটোয়ারী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ২৬৩ ভোট। তার নিকটতম একমাত্র স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রাহী অ্যাডভোকেট আনিছুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭১৩ ভোট।

দেবীগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক চিশতী। মটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসনাৎ জামান চৌধুরী জর্জ নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৪৯ ভোট। 

এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বোদা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ফারুক আলম টবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে ৫টি উপজেলার মোট ভোটার সংখ্যা ৭,১৩,৬৪৮ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩,৫৭,২৬৫ জন ও মহিলা ভোটার সংখ্যা ৩,৫৬,৩৭৩ জন।এছারাও ৩৬টি  ছিটমহলে ৭০২৫ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করা হয়েছে। সকালে দিকে ভোট কম পড়লেও দুপুরে ভালো ভোট পড়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছে তাই শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন