শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

দোয়ারাবাজার উপজেলায় আ. লীগের প্রার্থীর জয়

সুনামগঞ্জ প্রতিনিধি ১১ মার্চ , ২০১৯, ০২:৫৯:১৮

  • দোয়ারাবাজার উপজেলায় আ. লীগের প্রার্থীর জয়

সুনামগঞ্জ : পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে রবিবার (১০ মার্চ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম নৌকা প্র‌তী‌কে ৩১ হাজার ৫শত ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন । নিকটতম বি‌দ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু কাপ‌পি‌রিচ প্রতীকে পেয়েছেন ২০হাজার১শত ২১ ভোট। 

স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশীদ মোটরসাই‌কেল প্রকীকে পে‌য়ে‌ছেন ৮হাজার ৮শত৪২ ভোট। আ. লী‌গের বি‌দ্রোহী প্রার্থী ফ‌রিদ আহমদ তা‌রেক আনারস প্র‌তীকে পে‌য়ে‌ছেন ৬হাজার ৮শত ৮৫ ভোট।

অপর দি‌কে ভাইস চেয়ারম্যান পুরুষ প‌দে র‌ফিকুল ইসলাম চশমা প্রতীকে ১০হাজার ১শ ৫০ ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ক্রিম পালকী প্রতীকে ৯হাজার ৫শত ৬ ভোট পে‌য়ে‌ছেন। জাহাঙ্গীর আলম টিউবও‌য়েল প্রতীকে ৯হাজার ৮৫ ভোট পে‌য়ে তৃতীয় স্থানে রয়েছেন।

ম‌হিলা ভাইস চেয়ারম্যান প‌দে বর্তমান ভাইস চেয়ারম্যান সা‌লেহা বেগম ফুটবল প্র‌তী‌কে ১৮ হাজার ২শ ৪৩ ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দা পারভীন সুলতানা কলসী প্রতীকে ১৮হাজার ৩৭ ভোট পে‌য়ে‌ছেন। উপ‌জেলায় মোট ভোটার ১লাখ ৫৪ হাজার ২শ ৯১ জন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন