শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

যেসব আসনে ঐক্যফ্রন্ট জয়ী

নিউজজি ডেস্ক ৩১ ডিসেম্বর , ২০১৮, ১১:৫৬:৪৩

  • যেসব আসনে ঐক্যফ্রন্ট জয়ী

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। এরমধ্যে ‍‘ধানের শীষ’ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে বিজয়ী হয়েছেন। রোববার দিবাগত রাত ৪টায় ইসি সচিব হেলালউদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

‘ধানের শীষ’ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রাপ্ত আসনগুলো হলো:

বগুড়া-৪ আসন- মোশারফ হোসেন: বগুড়ার সাতটি আসনে উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪৮ হাজার ৫৮৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের নৌকা মার্কার জাসদের প্রাথী রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৬ হাজার ৪৮ ভোট।

বগুড়া-৬ আসন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে ওই আসনের ১৪১টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে ফখরুল মোট দুই লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম ওমর ৩৯ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-২ আসন- সুলতান মনসুর আহমেদ: মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক কখনও জয়ী হতে পারেনি। এমনকি কখনও তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে আসতে পারেনি বিএনপির কোনও প্রার্থী। বরং ১৯৯১ এবং ২০০১ সালে এ আসনে দুইবার জামানত হারায় বিএনপি। এবার এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জয়ী হয়ে এক নতুন ইতিহাস গড়লেন তিনি। মৌলভীবাজার-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোট ৯৩টি কেন্দ্রের মধ্যে সুলতানের ধানের শীষ নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭৪২ ভোট, নৌকা নিয়ে শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন- আমিনুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১,৭৫,৪৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান পান ১,৩৯,৯৫২ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন- হারুন-অর-রশীদ: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি হারুনুর রশিদ ১,৩৩,৬৬১ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদকে পরাজিত করেন। নৌকা প্রার্থী পান ৮৫,৯৩৮ ভোট। ওই আসনে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন।

ঠাকুরগাঁও-৩ আসন- জাহিদুর রহমান: ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হককে। ধানের শীষ প্রতীকে জাহিদ পেয়েছেন ৮৭ হাজার ১৬৫ ভোট। আর মোটরগাড়ি প্রতীকে ইমদাদুল হকের প্রাপ্ত ভোট ৮৪ হাজার ১০৯ ভোট।

সিলেট-২ আসন- মোকাব্বির খান: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ‘উদীয়মান সূর্য’ প্রতীকে ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থিত প্রার্থী গণফোরামের মোকাব্বির খান। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ‘ডাব’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৪৯ ভোট। স্বতন্ত্র অপর প্রার্থী এনামুল হক সর্দার পেয়েছেন ২০ হাজার ৭৪৩ ভোট এবং মহাজোট প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩২ ভোট।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন