শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

অন্যান্য
  >
নির্বাচন

জামানত হারালেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

বিনোদন ডেস্ক ৩১ ডিসেম্বর , ২০১৮, ১১:৫২:৫৭

  • জামানত হারালেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

সিরাজগঞ্জ-১ (কাজীপুর-আংশিক সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা জামানত হারিয়েছেন। তিনি ১৬৮টি কেন্দ্রের ফলাফলে মাত্র ১ হাজার ১১৮ ভোট পেয়েছেন।

রোববার ভোট গণনা শেষে রাত ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুল হক সিদ্দীক।

তিনি বলেন, সিরাজগঞ্জ-১ (কাজীপুর-আংশিক সদর) আসনে প্রাপ্ত ফলাফলে ১৬৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নৌকা প্রতীকে ৩ লাখ ২৪ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তা জাহিদুল হক সিদ্দীক বলেন, নির্বাচনের বিধি অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের কম পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে অনুযায়ী জামানত হারালেন বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

অবশ্য কেন্দ্রে ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভোট বর্জন করেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন