শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নির্বাচন

প্রাপ্ত আসন : মহাজোট-২৩, ঐক্যফ্রন্ট-০

নিউজজি প্রতিবেদক ৩০ ডিসেম্বর , ২০১৮, ১৮:০৫:৫৫

  • প্রাপ্ত আসন : মহাজোট-২৩, ঐক্যফ্রন্ট-০

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ হয়েছে ভোটগ্রহণ। চলছে গণনার কাজ। সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মহাজোট-২৩ আসন পেয়ে এগিয়ে আছে। ঐক্যফ্রন্ট (ধানের শীষ) ০ ও লাঙল-১ আসন পেয়েছে।

এর আগে, রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ।

বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা শীত উপেক্ষা করে লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারেই কোনো জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। যে ছয়টি আসনে ইভিএমে ভোট হয়েছে, সেসব আসনের ভোটাররা যন্ত্রের সাহায্যে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এবার মোট ভোটার ছিল ১০,৪১,৯০,৪৮০। যার মধ্যে পুরুষ ভোটার ছিল ৫,২৫,৪৭,৩২৯ ও নারী ভোটার ছিল ৫,১৬,৪৩,১৫১।
 
ঢাকা-১ : আ.লীগ প্রার্থী সালমান এফ রহমান
ঢাকা-১ আসনে আ.লীগ প্রার্থী সালমান এফ রহমান ১ লাখ ৮১ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। ১০৪ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৩৪৮ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ২০ হাজার ৭৬১ ভোট। এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় দলটি সালমা ইসলামকে সমর্থন দিয়েছে। এর আগে, কারচুপির অভিযোগ এনে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম।

প্রসঙ্গত, ঢাকা-১ আসনে মোট ভোটার ৪,৪০,৪০৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২,১৬,৮০৫ জন এবং নারী ভোটার ২,২৩,৬০২ জন। এই আসনে এই দুই জন ছাড়াও আরও ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইল-৭: আ.লীগ প্রার্থী একাব্বর হোসেন

টাঙ্গাইল-৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী একাব্বর হোসেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এই আসনে নৌকা পেয়েছে ১,৬৪,৪৭৬ ভোট। তার নিকটতম ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী পেয়েছেন ৮৫,৮০৩ ভোট।

গোপালগঞ্জ-৩: আ.লীগ প্রার্থী শেখ হাসিনা

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।

কিশোরগঞ্জ-৪: আ.লীগ প্রার্থী রেজওয়ান আহমেদ

কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহমেদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নৌকা পেয়েছেন ২,৫৪,২৪৪) ভোট। তার নিকটতম ধানের শীষ প্রার্থী অ্যাড. ফজলুর রহমান পেয়েছেন ৪,৯১৮ ভোট।

চট্টগ্রাম-৩: আ.লীগ প্রার্থী মাহফুজুর রহমান মিতা  

চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান মিতা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এই আসরে মাহফুজুর রহমান মিতা পেয়েছেন ১,৬২,৫৪৫ ভোট। তার নিকটতম ধানের শীষ মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৩,০২২ ভোট।

চট্টগ্রাম-৬: আ.লীগ প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম-৬ রাউজান আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। সূত্র জানায়, কেন্দ্রওয়ারি ফলাফলের মধ্যে ৮৪টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জসিম সিকদার পেযেছেন ২ হাজার ৩০৭ ভোট।

কক্সবাজার-৪: আ.লীগ প্রার্থী শাহিন আক্তার

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি এমপির সহ-ধর্মিনী শাহীন আকতার চৌধুরী। নৌকার প্রার্থী শাহীন আকতার চৌধুরী পেয়েছেন ২ লাখ ২ হাজার ১৮০ ভোট। অন্যদিকে, ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৩৬ হাজার ৯৫৭ ভোট।

নাটোর-৩: আ.লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলক

নাটোর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ১১৮টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেখা যায় জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮৮১টি ভোট। তার নিকটতম প্রার্থী দাউদ রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৭৫০ ভোট। ফলাফলে দেখা যায় প্রায় ২ লাখ ২২ হাজার ১৩১ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ-৩: আ.লীগ প্রার্থী ডা. আব্দুল আজিজ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল আজিজ বিপুল ভোটে জয় পেয়েছেন। বেসরকারি ফলাফলে ২ লাখ ৯৮ হাজার ৭৬০ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে ২৪ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৪: আ.লীগ প্রার্থী তানভীর ইমাম

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর ইমাম বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ৫ হাজার ৪ শ ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছেন ২৪ হাজার ৪ শ ৮৭ ভোট।

আসনটিতে ১২৭টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৩ লাখ ৯১ হাজার ১১৪ জন। তবে নির্বাচনের শুরুর কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ভোট বর্জন করেন।

ময়মনসিংহ-৩: আ.লীগ প্রার্থী নাজিমুদ্দিন আহমেদ

ময়মনসিংহ-৩ আসনে বেসরকারি ফলাফলে নৌকা মার্কা জয়ী হয়েছে। প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নাজিমুদ্দিন আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন ১,৫৯,৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইকবাল হোসেনের ধানের শীষ প্রতীক পেয়েছেন ২৪,৯৩১ ভোট। ময়মনসিংহ-৩ আসনে মোট ভোটার ২,৩৪,৫৮৮ জন। এই আসনে মোট প্রতিদ্বন্দ্বী ছিলেন ৬ জন।

জামালপুর-৩: মহাজোট প্রার্থী মির্জা আজম

জামালপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী মির্জা আজম। রোববার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ১৩৯ কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আহমদ কবির বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।‌

নৌকা প্রতীক নিয়ে মির্জা আজম পেয়েছেন ৩, ৮৬, ৮২৮ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪, ৬৬৬ ভোট।

বগুড়া-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান

বগুড়া ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান ২ লক্ষ ৬৭ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী রফিকুল ১৬ হাজার ৬৯০ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৭ হাজার ৫৪৫। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ১৫৮ এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৩৮৭।

বগুড়া-২: মহাজোট (জাপা) শরিফুল ইসলাম

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ লাঙ্গল প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনটিতে মোট ১১০টি ভোটকেন্দ্রের সবগুলো থেকে প্রাপ্ত ফলাফলে শরিফুল ইসলাম জিন্নাহ পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৬৫ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী নাগরিক ঐক্যের আহ্বায়ক ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৬৯ হাজার ৬০২ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৪০৪ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

নীলফামারী-২: আ.লীগ প্রার্থী আসাদুজ্জামান নূর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী-২ আসনের নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর বেসরকারিভাবে জয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে আসাদুজ্জামান নূর পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪ শ ৮৪ ভোট।

লালমনিরহাট-১: আ.লীগ প্রার্থী মোতাহার হোসেন

লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন বেসরকারি ভাবে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ১৩২ কেন্দ্রে ভোট পেয়েছেন ২,৬৪,১১২। অন্যদিকে, তার নিকটতম বিএনপি প্রার্থী হাসান রাজিব প্রধান শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১,০০,৩ ভোট।

বাগেরহাট-৩: আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহার
বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহার পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াদুদ পেয়েছেন ১৩ হাজার ৪০৮ ভোট। 
 
কুষ্টিয়া-১: আ.লীগ প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা জয় পেয়েছেন। রোববার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ১২৬ কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সূত্র বেসরকারিভাবে এ ফলাফল জানা গেছে।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪২০ ভোট।

কুষ্টিয়া-২: মহাজোট প্রার্থী হাসানুল হক ইনু

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ১৫৮ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা মার্কা নিয়ে মহাজোটের প্রার্থী হাসানুল হক ইনু পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রার্থী আহসান হাবীব লিংকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৫১ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ০২৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৭ হাজার ৭৯৯ জন, আর মহিলা ১ লাখ ৯৯ হাজার ২২৭ জন।

কুষ্টিয়া-৩: আ.লীগ প্রার্থী মাহবুব-উল আলম হানিফ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট ১৩৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উল আলম হানিফ পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩৭৯ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৬৩৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৮৯১ জন, আর মহিলা ১ লাখ ৮৮ হাজার ৭৪৫ জন।

কুষ্টিয়া-৪: আ.লীগ প্রার্থী সেলিম আলতাফ জর্জ

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে এখন পর্যন্ত ১৪৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ২৭৮৮৬৪ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রার্থী ধানের শীষ প্রতীকে সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি পেয়েছেন ১২৩১৯ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৮৬৭। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ৬২৮ জন, আর মহিলা ১ লাখ ৭৪ হাজার ২৩৯ জন।

মেহেরপুর-১: আ.লীগ প্রার্থী ফরহাদ হোসেন

মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ১০৬ কেন্দ্রে ভোট পেয়েছেন ১৬৯২০৪। অন্যদিকে, নিকটতম বিএনপি প্রার্থী মাসুদ অরুন ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১২৯৫৯ ভোট।

মেহেরপুর-২: আ.লীগ প্রার্থী শহিদুজ্জামান খোকন

মেহেরপুর-২ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী শহিদুজ্জামান খোকন নৌকা প্রতীকে পেয়েছেন ১,৬৯,০১৪ ভোট। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯০০ ভোট। এই আসনে মোট প্রার্থী ছিলেন ৬ জন।

খুলনা-৩: আ.লীগ প্রার্থী হাবিবুন নাহার

খুলনা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার। তিনি ১ লাখ ৮৮ হাজারের বেশি ভোট পেয়েছেন।

যশোর-১: আ.লীগ প্রার্থী শেখ আফিল উদ্দিন  

যশোরের শার্শায় নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন ২লাখ ৪হাজার ২শ৩৪ ভোটের ব্যাবধানে বেসরকারি ভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪ হাজার ৮ শ দুই ভোট।

যশোর-১ শার্শা আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ৬ শ। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫ শ ৪০ ও মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৬০ জন। পুরুষের তুলনায় মহিলা ভোটার ৫ শ ২০ জন বেশি। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১০২টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫২৮টি। শেখ আফিল উদ্দিন ১০২টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৩৬টি। নির্বাচনে ভালো ফলাফলে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

নিউজজি/জেডকে

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন