বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ , ৮ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

বইমেলায় রেজাউল ইসলাম হাসুর গল্পগ্রন্থ ‘যুদ্ধ জন্মান্ধ’

নিউজজি প্রতিবেদক ১৭ মার্চ , ২০২২, ১৬:০৯:১৩

  • ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের একুশে বইমেলায় কবি ও কথাকার রেজাউল ইসলাম হাসুর ‘যুদ্ধ জন্মান্ধ’ নামের একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে মূর্ধন্য পাবলিকেশন। এটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ৬৪ পৃষ্ঠার এ গল্পগ্রন্থটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে মেলার মূর্ধন্য পাবলিকেশনের ১০১-১০২ নম্বর স্টলে। এছাড়া, রকমারিডটকমেও পাওয়া যাবে এ বইটি।

এটি হাসুর দ্বিতীয় গল্পের বই। বইটিতে ৯টি গল্প রয়েছে। এর মধ্যে সমকালীন, যুদ্ধ, সমাজ, রাজনীতি এবং নারী বিষয় বেশি প্রাধান্য পেয়েছে। গল্পগুলো যেন সমকালীন সভ্যতা ও সংকোটের উজ্জ্বল প্রতিচ্ছবি।। অর্থহীন ও অসম্মত যুদ্ধের বিরুদ্ধে গল্পকার সতত সোচ্চার ও সৌর্যময়। যুদ্ধের বিভৎসতা ও বিপন্ন মানবতার কান্না ও করুণার চিরন্তন চিত্রায়ণ এসব গল্প।

নারীবাদী চিন্তার ভেতরপথে হাঁটতে হাঁটতে কথাকার তুলে ধরেছেন সভ্য সমাজের গোপন যাতাকলে নিষ্পেষিত নারীদের গহীনগল্প। যারা পুরুষ শাসিত শৃঙ্খলময় জীবন থেকে মুক্ত হয়ে সগৌরবে মাথা উচু করে প্রতিষ্ঠা চায়। যারা কোনো এক নিশুথি রাতে সম্ভ্রভ বাঁচাতে প্রয়োজনে তুলে নেয় ছুরি। অথবা মৃত্যুর পরেও যারা দাবি করে বলিষ্ঠ কণ্ঠে- ‘আমি জীবীত’। অথবা ফাঁসকাষ্ঠে ঝুলবার শেষ মুহূর্তেও যারা প্রতিবাদ করে- আমরা মানুষ। অথবা যে নারীটা পিতৃ-পরিচয় দিতে না পেরে শাহবাগের কোনো এক ঘুপচি গলিতে তার সদ্যজাত সন্তানকে ফেলে আসে গোপনে আর দুঃখাভারাক্রান্ত হৃদয়ে জানায়- দুঃখিত বাবা, তোমাকে শুভ জন্মদিন বলতে পারলাম না বলে। এছাড়া, নাম গল্পটা আমাদের জাতীয়তাবাদের গন্ডি ছাড়িয়ে সমকালীন বিশ্বের সংকটপূর্ণ মানবতাবাদেরই যেন সচিত্রায়ণ।

সবিশেষ প্রশ্ন গর্জে ওঠে মগজের ভেতর- শেষ কবে হেসেছি? মনে পড়ে। মনে পড়ে না। আমরা মনের ওপর মনে করবার জুলুম করি। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের এই জুলুম জ্বলজ্বলে পৃথিবীর সমূহ আয়নায়।

বইটি প্রসঙ্গে লেখক রেজাউল ইসলাম হাসু বলেন, আশা করছি বইটি পাঠকের মনকে নাড়া দিতে পারবে। দেখা যাক, সময়ই সব বলে দেবে।

নিউজজি/জেডকে

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন