শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ , ৯ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

গ্রন্থমেলায় লিওয়াজা আক্তারের ‘কবির কবিতায় কল্পনা কবি’

নিউজজি প্রতিবেদক ১৬ মার্চ , ২০২২, ১৯:২১:১৬

  • কবি লিওয়াজা আক্তার ও গ্রন্থের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে ১৭ মার্চ, বৃহম্পতিবার। মেলা শেষের আগের দিন বুধবার গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি লিওয়াজা আক্তারের কাব্যগ্রন্থ ‘কবির কবিতায় কল্পনা কবি’।

তরুণ প্রজন্মের সৃজনশীল কবি ও লেখক লিওয়াজা আক্তারের এটি তৃতীয় গ্রন্থ। প্রকাশনা করেছে নওরোজ কিতাবিস্তান। বইটিও পাওয়া যাচ্ছে গ্রন্থ প্রকাশনার ২৮৮, ২৮৯, ২৯০ নম্বর স্টলে। কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে- ‘লিওরিকা একজন প্রাক্তন’।

যশোরে জন্ম ও বেড়ে ওঠা কবি লিওয়াজা আক্তার নিজের সম্পর্কে বলেন, ভালো লাগার কিছু বুনন পাঠকের মাঝে ছড়িয়ে দিতে চাই। সে চাওয়া থেকেই লেখার চেষ্টা। পাঠকের ভালো লাগলে স্বার্থক হবে আমার প্রচেষ্টা।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন কবি।

 

নিউজজি/শানু

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন