শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ , ৯ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

একুশের বইমেলায় বিদায়ের সুর

নিউজজি প্রতিবেদক ১৬ মার্চ , ২০২২, ০১:৩১:৫৩

  • ছবি : নিউজজি২৪

ঢাকা : অমর একুশে বইমেলায় এখন বিদায়ের সুর। শেষ সময়ে লেখক, পাঠক ও প্রকাশকরা মিলিয়ে নিচ্ছেন মেলাকে ঘিরে তাদের চাওয়া-পাওয়া। পাঠকরা জানালেন, করোনা অতিমারির বদ্ধ দশা কাটিয়ে এই আয়োজনে ভালো সময় কেটেছে তাদের। আর, প্রকাশকরা বললেন, এবারে বিক্রিতে খুশি তারা। মেলায় সময় ফুরিয়ে এলেও প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন বই। 

মাত্র একদিন পরই শেষ হবে অমর একুশে বই মেলা। লেখক, পাঠক, প্রকাশকের দীর্ঘ এক মাসের এই মিলনমেলা ফুরাবে আগামী ১৭ই মার্চ। শেষ সময়ে বেড়েছে ভীড়ও। 

মঙ্গলবার ছিলো উনত্রিশতম দিন। মেলা শেষ হওয়ার আগেই পছন্দের বই সংগ্রহ করে ফেলার জন্য স্টলগুলোতে ঘুরে বেড়াতে দেখা যায় পাঠকদের।  

মেলার এই শেষ সময়েও প্রতিদিন নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে। মঙ্গলবার নতুন গ্রন্থ প্রকাশিত হয়েছে ১২১টি। এবারে বিক্রি ভালো বলে খুশি স্টল কর্তৃপক্ষ।ফুরিয়ে আসছে মেলার সময়। ফুরাবে বাংলা একাডেমি ও সোহওরাওয়ার্দি উদ্যানে পাঠক-লেখকের আনাগোনা। তাই কিছুটা মন খারাপ সবার। 

মেলায় এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩ হাজার ১২৪টি। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন