বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

অন্যান্য
  >
একুশে বইমেলা

…এবং তাহারা

আবু নাসিব ২২ ফেব্রুয়ারি , ২০২২, ১৬:৪২:২৭

  • ছবি: আসিফ

লেখালেখি যেন একটি অভিযাত্রা, জীবনকে প্রতিদিন আবিষ্কার করা। যেন কোনও মালির ফুল ফোটানের সাধনা। প্রতিদিনের নিবেদনে নিজেকে সৃষ্টি করে একজন লেখক। হয়ত লেখালেখি সম্পর্কে এটিই কবি আঁখি সিদ্দিকার দর্শন। তাই লেখালেখি সম্পর্কিত যে কোনও কাজে—আঁখির বিস্ময় জাগানো নিবেদন দেখা যায়। কবিতা-গল্প-প্রবন্ধ সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তিনি বিচরণ করে থকেন। সম্পাদনা করেন ছোট কাগজ ‘মলাট’। লেখক হিসেবে তিনি কেমন তা বিচার করবে সময়। কিন্তু যারা ওঁর কাছের লোক তারা নিশ্চই সাক্ষ্য দেবে সাহিত্যে ওঁর সমর্পণের বিষয়ে।

এবার মেলায় এসেছে আঁখির প্রবন্ধের বই ‘…এবং তাহারা’। পাবলো পিকাসো, এসএম সুলতান, অমৃতা শেরগিল, ফ্রিদা কাহলো, শহীদ কাদরী, আহসান হাবীব, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আলাউদ্দিন আল আজাদ, ইবসেন, মানিক বন্দ্যোপাধ্যায়, আহমদ ছফা, হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আবু সায়ীদ, লিও তলস্তয়, শওকত ওসমান ও সৈয়দ ওয়ালীউল্লাহ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা করেছন। বইটি প্রকাশ করেছ ‘পাঠকসমাবেশ’। মেলায় ১৪ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। আগ্রহী পাঠকগণ আস্বাদ নিতে পারেন এক সমর্পিত লেখকের রচনার।   

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন