শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ , ৯ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

চট্টগ্রামে শুরু অমর একুশে বইমেলা

চট্টগ্রাম অফিস ২১ ফেব্রুয়ারি , ২০২২, ০২:৫৭:৩৪

  • চট্টগ্রামে শুরু অমর একুশে বইমেলা

চট্টগ্রাম : রোববার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

এবছর করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত।

এবারের মেলায় ১ লাখ ২ হাজার বর্গফুটের জায়গায় মোট ১২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নার রয়েছে। 

মেলায় প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন। করোনা মহামারির কারণে গত বছর চট্টগ্রামে বইমেলা অনুষ্ঠিত হয়নি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন