শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ , ৯ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

বইমেলায় সাজ্জাক হোসেন শিহাবের ‘জলজোছনার কৈতর’

নিউজজি ডেস্ক ২১ ফেব্রুয়ারি , ২০২২, ০২:০৯:৪৩

  • বইমেলায় সাজ্জাক হোসেন শিহাবের ‘জলজোছনার কৈতর’

ঢাকা : অমর একুশে বইমেলা ২০২২-এ কবি ও কথাকার সাজ্জাক হোসেন শিহাবের তৃতীয় কাব্যগ্রন্থ ‌‘জলজোছনার কৈতর’ প্রকাশিত হয়েছে। বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন আইয়ুব আল-আমিন। প্রকাশ করেছেন কিংবদন্তী পাবলিকেশন। আটি পৃষ্টার বইটির গায়ের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। কিন্তু পাঠক কিনতে পারবেন মাত্র ২০০ টাকায়। বইটি পাবেন অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৭৪ নং স্টলে।

বইটি সম্পর্কে কবি জানান, তার কবিতাগুলো মূলত যাপিত জীবনের নানান দিক নিয়ে রচিত। ফলে পাঠক তার কবিতার সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারবেন। এছাড়া জীবন ঘনিষ্ট কাব্য রচনার জন্য তার কবিতা পাঠকপ্রিয় হবে বলে বিশ্বাস করেন তিনি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন