শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ , ৯ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

এটিটিউড ইজ এভরি থিং

নিউজজি প্রতিবেদক ২০ ফেব্রুয়ারি , ২০২২, ১৭:০৭:০০

  • এটিটিউড ইজ এভরি থিং

জীবনানন্দ লিখেছেন— 

সকল লোকের মাঝে ব’সে

আমার নিজের মুদ্রাদোষে 

আমি একা হতেছি আলাদা?

        আমার চোখেই শুধু ধাঁধাঁ ?

        আমার পথেই শুধু বাধা?

আসলেই কি আমাদের সবার চোখেই  ধাঁধাঁ? আমরা কেন সহজভাবে মিশতে পারি না সমাজে? প্রতি দিনের অজস্র ব্যর্থতা ক্লান্ত করে, কাবু করে। সবার সঙ্গে থেকেও নিজেদের মুদ্রাদোষে আলাদা হয়ে যাই। কী ভাবে এই সমস্যার সমাধান হবে? কী ভাবে পালটানো যাবে নিজেকে। নাকি  অন্তর্গত রক্তের ‘বিপন্ন বিস্ময়’ আমাদের নিয়ে যাবে আত্মঘাতের দিকে! কী তবে উদ্ধারের পথ? এই প্রশ্নেরই উত্তরই খুঁজেছেন জেফ কেলার তার বই, ‘এটিটিউড ইজ এভরি থিং’-এ   

বইটি অনুবাদ করেছেন, নবীন অনুবাদক রিগান মোহম্মেদ, বহু বিষয়ে তার আগ্রহ থাকলেও তার বিশেষ আগ্রহ মোটিভেশনাল লেখার প্রতি। যারা ব্যর্থতার অন্ধকারে পথ খুঁজে ফিরছে আশা করি বইটি তাদের আলো দেখাতে পারবে।

এবারের মেলায় ২৮৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। বই আপনার জীবনকে দীপান্বিত করুক।  

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন