শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ , ৯ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

বইমেলায় কানাডা প্রবাসী কবি আলমগীর ও নীলুফার বই

নিউজজি ডেস্ক ১৯ ফেব্রুয়ারি , ২০২২, ১৯:৫৬:৪০

  • বইমেলায় কানাডা প্রবাসী কবি আলমগীর ও নীলুফার বই

ঢাকা : কানাডার ক্যালগেরির প্রবাসী কবি আলমগীর দারাইনের ৫ম কাব্যগ্রন্থ 'অবরুদ্ধ কান্না' এবং কবি নীলুফা আলমগীরের ৪র্থ কাব্যগ্রন্থ 'বিম্বিত সূর্যালঙ্কার' অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে। তৃণলতা প্রকাশ, স্টল নং ৩৭৩-৩৭৪ পাওয়া যাচ্ছে বইগুলো।

এছাড়া নোলক প্রকাশন থেকে ২০২২ এর গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত কবি নীলুফা আলমগীরের ৫ম কাব্যগ্রন্থ 'নগ্ন নির্জনতার শহর' ও ২০২০ এ প্রকাশিত ৩য় কাব্যগ্রন্থ 'কাঠ গোলাপের রঙ' নোলক প্রকাশনের স্টল নং ১৭১ এ পাওয়া যাচ্ছে। এছাড়া এই দুই কবির সবগুলো কাব্যগ্রন্থ rokomari.com-এ পাওয়া যাচ্ছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন