বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ , ৮ রমজান ১৪৪৪

অন্যান্য
  >
একুশে বইমেলা

তৃতীয় দিনে বইমেলায় নতুন বই এসেছে ৪১টি

নিউজজি প্রতিবেদক ১৮ ফেব্রুয়ারি , ২০২২, ০০:২০:৩১

  • তৃতীয় দিনে বইমেলায় নতুন বই এসেছে ৪১টি

ঢাকা : করোনার কারণে একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে। আজ নিয়ে তৃতীয় দিন চলছে আমাদের প্রাণের এই বইমেলা। তৃতীয় দিনে নতুন বই এসেছে ৪১ টি। এর মধ্যে কবিতার বই ১৫টি, গবেষণা ৪টি, ছড়া ৪টি, জীবনী ৪টি, গল্প ৩টি, বঙ্গবন্ধু ৩টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ২টি, মুক্তিযুদ্ধ ২টি, উপন্যাস ১টি ও প্রবন্ধ ১টি।

 করোনার এমন সময়েও মেলার তৃতীয় দিনেই বেশ জমে উঠেছে বইমেলা। বিভিন্ন বয়সের নানা পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। অন্যান্য বছর যেখানে বইমেলা শুরুর সপ্তাহখানেক পর পাঠক-দর্শনার্থীদের আসা শুরু হতো, সেখানে এবারের মেলায় প্রথম থেকেই মানুষের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, সাড়ে ৭ লাখ বর্গফুটজুড়ে আয়োজিত এবারের বইমেলার প্রায় পুরোটাজুড়ে মানুষের জটলা, আড্ডা, ঘোরাঘুরি। পরিবার, সহপাঠী, বন্ধু-বান্ধব কিংবা দলবদ্ধভাবে সবাই ঢুকছে বইমেলা প্রাঙ্গণে। মেলায় আগতদের বেশিরভাগই বাংলা একাডেমির অংশ থেকে ঘুরে সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশ করছেন। 

দর্শনার্থীরা জানান, বইমেলার বাংলা একাডেমির অংশ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অংশেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা। বাংলা একাডেমির অংশে সরকারি বা বিভিন্ন সংগঠনের স্টল। সোহরাওয়ার্দী উদ্যান অংশের স্টলগুলোতে সব শ্রেণি, মত, লেখকের বই পাওয়া যায়। আলোচিত বইগুলোর বেশিরভাগই পাওয়া যাচ্ছে উদ্যান অংশে। লেকের ভিউ, মুক্তমঞ্চসহ একদম খোলা জায়গায় ঘুরে ঘুরে বই কিনতে বেশি স্বাচ্ছন্দ্যবোদ করছেন তারা।

ময়না নামে এক দর্শনার্থীর সঙ্গে কথা হলে তিনি জানান, এবারের বইমেলায় মানুষ যেভাবে আসছেন তা দেখে বোঝা যাচ্ছে যে, পরবর্তী দিনগুলোতে মেলা আরও জমজমাট হবে। করোনার কারণে এতদিন হাঁসফাঁস করা মানুষও একটু ঘোরার জন্য মেলায় চলে আসছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে মেলায় শিক্ষার্থীদের আনাগোনাও বাড়বে। সব মিলিয়ে এবারের বইমেলা মনে হচ্ছে জাতির কাছে নতুন ইতিহাস হয়ে থাকবে।

হাওলাদার প্রকাশনীর প্রকাশক মোহাম্মদ মাকসুদ বলেন, অনেকদিন ধরে মানুষ এ রকম একটা আয়োজনের অপেক্ষায় ছিল। ‘ঘরবন্দি’ মানুষ এই সুন্দর সুযোগ পেয়ে চলে আসছেন বইমেলায়। বইমেলার পরিবেশ অন্য যেকোনো মেলা থেকে খুবই মনোরম। ব্যবসায়িক দিক থেকে মনে হয় এবার অনেক বেশি বই বিক্রি হবে বলেও মনে করেন এই প্রকাশক।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন