মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

অন্যান্য
  >
একুশে বইমেলা

চেতনায় ঋদ্ধ অমর একুশে বইমেলা ২০২২

নিউজজি প্রতিবেদক ১৬ ফেব্রুয়ারি , ২০২২, ১৮:৩৪:১২

  • ছবি : জাকির হোসেন

ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ অমর একুশে বইমেলা ২০২২ শুরু হয়েছে সোমবার (১৪ ফেব্রুয়ারি)। এবারের বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। 

করোনাভাইরাসের সংক্রমণের তৃতীয় ঢেউ সামাল দিতে এবারে বিলম্বে শুরু হয়েছে বইমেলা। বসন্তের শুরুতে বিকালে প্রাণের মেলায় আসতে শুরু করেছেন বইপ্রেমিরা। বই কেনা বা প্রিয় মানুষের সঙ্গে আড্ডা দিতে আসছেন তরুণ-তরুণীরা।

মেলায় স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অনেকাংশে কম। তাই করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী এবং বইপ্রেমিদের মেলায় আসার আহ্বান জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। 

অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট দেয়া হয়েছে। থাকছে ৩৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন।

গ্রন্থমেলার ছবিগুলো বুধবার (১৬ ফেব্রুয়ারি) তুলেছেন ফটো সাংবাদিক জাকির হোসেন

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন