মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

অন্যান্য
  >
একুশে বইমেলা

সংক্রমণ কমলে বইমেলার মেয়াদ বাড়বে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজজি প্রতিবেদক ১২ ফেব্রুয়ারি , ২০২২, ১৪:৪৩:১৬

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে বইমেলার মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।শনিবার (১২ ফেব্রুয়ারি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে ‘একুশের চেতনা বৃথা যায়নি’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে প্রকাশকদের ক্ষতি বিবেচনা করে এমন সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

কে এম খালিদ বলেন, এবারের বইমেলায় উগ্র জঙ্গিবাদী হামলার তেমন কোনো শঙ্কা নেই। তবু নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় বইমেলায় সরকার সর্বোচ্চ সতর্ক ব্যবস্থাগ্রহণ করছে।

তিনি বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতার ৫০ বছরে অনেক অর্জন থাকলেও কোনো কোনো ক্ষেত্রে তার বিচ্যুতি ঘটেছে। দুর্নীতির কারণে অনেক প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাই সরকার দুর্নীতি দমনসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।

প্রতিমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতি বিজরিত স্থাপনাগুলো সংরক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। কোনো অবস্থাতেই সাংস্কৃতিক ঐতিহ্যকে বিলুপ্ত হতে দেয়া যাবে না। সংখ্যা যত কমই হোক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষা কোনো দয়া বা দান নয় বরং অধিকার। তাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিতকরণে সরকার সচেষ্ট হবে।

ভাষা দিবস উপলক্ষে আয়োজিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকদের পরাজিত করে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, জোসিন্তা জিনিয়া সাংবাদিক সাব্বির নেওয়াজ ও সাংবাদিক পার্থ সঞ্জয়।

নিউজজি/জেডকে

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন